নয়াদিল্লি: ট্রেন বাতিল (Train cancellation)হলে যত টাকা দিয়ে টিকিট কেটেছিলেন তা ফেরত পান। অতিরিক্ত কোনও অর্থ দেয় না রেল। কিন্তু, জানেন কি? প্রতিবছর আপনার বা আমার মতো কত মানুষ আগে থেকে কেটে রাখা এক্সপ্রেস বা মেলের টিকিট বাতিল করেন? আর তার থেকে কতই বা ইনকাম হয় ভারতীয় রেলের (Indian Railways)। বিষয়টি জানতে পারলে চোখ কপালে উঠবে অনেকেরই। 


সম্প্রতি তথ্য জানার অধিকার আইনে (Right to information Act) এই বিষয়টি জানতে চাওয়া হয়েছিল। তার রিপোর্ট প্রকাশ্যে আসতেই চমকে উঠেছেন অনেকে। সরকারের দেওয়া তথ্য থেকে জানা গেছে, ২০২১ সাল থেকে ২০২৪ সালের জানুয়ারি মাস পর্যন্ত ওয়েটিং লিস্টের (Waiting list) যাত্রীদের টিকিট বাতিলের জেরে ভারতীয় রেলওয়ের রোজগার হয়েছে ১ হাজা ২২৯.৮৫ কোটি টাকা। আরও জানানো হয়েছে যে প্রতিবছরই ওই রোজগার বাড়ছে।


প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২১ সালে আনুমানিক ২.৫৩ কোটি ওয়েটিং লিস্টের টিকিট বাতিল হওয়ার ফলে রেলের ভাঁড়ারে এসেছিল ২৪২ কোটি ৬৮ লক্ষ টাকা। আর ২০২২ সালে ৪ কোটি ৬ লক্ষ টিকিট বাতিলের ফলে রোজগার হয়েছিল ৪৩৯ কোটি ১৬ লক্ষ টাকা। ২০২৩ সালে বাতিল হওয়ার টিকিটের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৫ কোটি ২৬ লক্ষে। আর এর ফলে রেলের ভাঁড়ারে ঢোকে ৫০৫ কোটি টাকা। ২০২৪ সালের জানুয়ারি মাসে ৪৫ লক্ষ ৮৬ হাজার টিকিট বাতিল হয়েছে। তাতে রেলের রোজগার হয়েছে ৪৩ কোটি টাকা।


এপ্রসঙ্গে রেলের একজন প্রাক্তন আধিকারিক সংবাদমাধ্যমে জানান যে সংরক্ষিত আসনের চাহিদা ও যোগানের মধ্যে তফাৎ থাকার জন্যই এই ঘটনা। ১৮ কোচের ট্রেনে যেখানে শুধুমাত্র ৭২০টি স্লিপার ক্লাসের আসন থাকে সেখানে ৬০০ পর্যন্ত ওয়েটিং লিস্টের টিকিট ছাড়া হয়ে। যার ফলে প্রচুর মানুষ টিকিট বাতিল করতে বাধ্য হন। গত বছর দীপাবলির সময় নভেম্বরের ৫ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত ৯৬.১৮ লক্ষ টিকিট বাতিল হয়েছে। এতে রেলের রোজগার হয়েছে ১০ কোটি ৩৭ লক্ষ টাকা। 


অনেকের মতে, রেলের এটা খুবই বাজে একটা নিয়ম যে আরএসি বা ওয়েটিং লিস্ট টিকিট ক্যানসেল করার জন্য ৬০ টাকা কেটে নেওয়া হয়। আইআরসিটিসি অনলাইন প্ল্যাটফর্ম থেকে এসির ই টিকিট কিনে বাতিল করলে কেটে নেওয়া হবে ৩০ টাকা। এটা হবে নেট ব্যাঙ্কিং ও কার্ড ব্যবহার করলে। আর ইউপিআই-এর মাধ্যমে করলে কাটা হবে ২০। অন্যদিকে নন এসি রিজার্ভবেশন টিকিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কেটে বাতিল করলে ১৫ আর ইউপিআই-এর মাধ্যমে হলে ১৫ টাকা।


আরও পড়ুন: Statio Shiva Shakti: চন্দ্রপৃষ্ঠে শিবশক্তি পয়েন্টের নামে সিলমোহর, এবার স্বীকৃতি দিল আন্তর্জাতিক মহল