নয়াদিল্লি: মত্ত অবস্থায় বিশৃঙ্খলা তৈরির অভিযোগে স্থানীয় এক চিকিত্সককে রাস্তায় টেনে নিয়ে গিয়ে হাত বেঁধে রাখল পুলিশ। এরপর তাঁকে একটি অটো-রিক্সায় তুলে দেওয়া হয়। এই ঘটনা ঘটেছে বিখাশাপত্তনমে।সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
যে চিকিত্সকের বিরুদ্ধে মত্ত অবস্থায় বিশৃঙ্খলা তৈরির অভিযোগ উঠেছে, তার নাম কে সুধাকর। জামা খোলা অবস্থায় তাঁকে রাস্তায় পুলিশের এক কনস্টেবল টেনে নিয়ে চলেছেন বলে ভিডিওতে দেখা গিয়েছে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
নরসিমপটনম সরকারি হাসপাতালের অ্যানেসথেসিওলজিস্ট সুধাকরকে চলতি মাসের শুরুতে সাসপেন্ড করা হয়েছে। সরকার চিকিত্সকদের জন্য পর্যাপ্ত পিপিই ও এন৯৫ মাস্কের জোগান দিচ্ছে না বলে অভিযোগ করেছিলেন তিনি। এরপর তাঁকে সাসপেন্ড করা হয়।


সুধাকরকে নিগ্রহের ঘটনা প্রকাশ্য আসার পর নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। বিশাখাপত্তনমের পুলিশ কমিশনার আরকে মিনা বলেছেন, যে কনস্টেবল সুধাকরকে নিগ্রহ করেছিলেন, তাঁকে সাসপেন্ড করা হয়েছে। একইসঙ্গে তিনি বলেছেন,  সুধাকর মত্ত অবস্থায় ছিলেন এবং তিনি এক কনস্টেবলের কাছ থেকে ফোন কেড়ে ছুঁড়ে ফেলেছিলেন।
এই ঘটনা নিয়ে অন্ধ্রপ্রদেশ সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে বিরোধী টিডিপি। তাদের দাবি, সরকারের অপদার্থতা নিয়ে প্রশ্ন তোলায় এক দলিত চিকিত্সকের বিরুদ্ধে অমানবিক ব্যবহার করা হয়েছে। টিডিপি-র অভিযোগ, পুলিশ ও শাসক দলের নেতারা তাঁকে মানসিকভাবে অসুস্থ বলে চিহ্নিত করে নিজেদের কাজের সাফাই দিচ্ছেন।