কলকাতা: আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় হচ্ছে দেশ। কর্মক্ষেত্রে যৌন নির্যাতন নিয়ে প্রবল আলোচনা চলছে এখন। সেই সময়েই উত্তরপ্রদেশে এক নার্সকে ধর্ষণের অভিযোগ সামনে এল।
উত্তরপ্রদেশের মোরাদাবাদে ঠাকুরদ্বারা-কাশীপুর রোডের উপর থাকা একটি বেসরকারি হাসপাতালে শনিবার রাতে সেই হাসপাতালেই কর্মরত বছর কুড়ির দলিত সম্প্রদায়ভুক্ত ওই নার্সকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। সোমবার ওই ঘটনায় এক ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, ওই হাসপাতালটি অভিযুক্ত ডাক্তারেরই। অপরাধে যুক্ত থাকার অভিযোগে হাসপাতালেরই ২ জন কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রের খবর, পুলিশ জানিয়েছে ধৃত ডাক্তার আয়ুর্বেদিক মেডিসিনের ডিগ্রিপ্রাপ্ত। বেশ কয়েকবছর ধরে ওই হাসপাতাল চালাচ্ছিল।
ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রের খবর, নির্যাতিতা দশ মাস আগে ওই হাসপাতালে কাজে যোগ দিয়েছেন। নির্যাতিতার বাবা FIR দায়ের করেন। সংবাদমাধ্যম সূত্রের খবর, সেখানে দাবি করা হয়েছে ঘটনার দিন নাইট ডিউটি ছিল নির্যাতিতার। শনিবার সন্ধে সাতটায় হাসপাতালে পৌঁছেছিলেন। মাঝরাতে তাঁকে জানানো হয় যে ডাক্তার তাঁকে ডাকছে। তিনি যেতে না চাইলে হাসপাতালের ২ কর্মী তাঁকে টেনে নিয়ে যায় হাসপাতালের ক্যাম্পাসের মধ্যেই থাকা ডাক্তারের বাসভবনে। সেখানে ওই নার্সের উপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। আপাতত ধৃতদের বিচারবিভাগীয় হেফাজতে নেওয়া হয়েছে। নি্র্যাতিতার গ্রামে কড়া নিরাপত্তা রাখা হয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রের খবর, একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে। অভিযুক্ত ডাক্তারের ডিগ্রি ও রেজিস্ট্রেশন বাতিলের জন্য আবেদন করা হবে বলে জানিয়েছে প্রশাসন। ইতিমধ্যেই হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে।
কদিন আগেই সামনে এসেছিল উত্তরপ্রদেশে বাড়ি ফেরার পথে এক নার্সকে ধর্ষণ করে খুনের ঘটনা। আরও একবার সামনে এল নার্সের উপর হওয়া অপরাধের ঘটনা। এবার কাঠগড়ায় ডাক্তার। বারবার মহিলাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ সামনে আসছে। অধিকাংশ ক্ষেত্রেই কর্মক্ষেত্রে হয়রানির অভিযোগ উঠছে। ইতিমধ্য়েই আরজি কর কাণ্ড নিয়ে গোটা দেশে আন্দোলন চলছে। সম্প্রতি বদলাপুরে নাবালিকার উপর ভয়ঙ্কর নির্যাতনের ঘটনা সামনে এসেছে। তার মধ্যেই উত্তরপ্রদেশে এমন ঘটনা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: আইকিউওও জেড৯এস ৫জি সিরিজ এবার ভারতে হাজির, কোন কোন ফোন লঞ্চ হয়েছে? দাম কত?