মুম্বই: সবসময় সরকারের দিকে আঙুল তোলার আগে, নিজের ব্যবহার ঠিক করা প্রয়োজন। বিভাজনের কথা না বলে ঐক্যের কথা বলা উচিত। একটি অনুষ্ঠানে দেশের সাম্প্রতিক পরিস্থিতির উপর কথা বলতে গিয়ে বললেন জুহি।
সম্প্রতি 'মুক্ত কাশ্মীর, ভারত-বিরোধী স্লোগান, অপপ্রচার, ভুল ধারণা কাটিয়ে ওঠা'-এই বিষয়ের বিপক্ষে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন তিনি।
ইদানীং সিএএ-এনআরসি থেকে জেএনইউকাণ্ড, সব কিছু নিয়ে খোলামেলা বক্তব্য রাখছেন বলিউড সেলিব্রিটিরা। তাঁদের বক্তব্য নিয়ে নানারকম বিতর্কও হচ্ছে। কিন্তু এইরকমভাবে সাম্প্রতিক বিষয়ে তারকাদের হঠাৎ করে 'প্রতিক্রিয়া কী?' বলে প্রশ্ন করাও ঠিক নয়, বলে মন্তব্য করেন জুহি। আগে তাঁদের পরিস্থিতি বুঝতে দেওয়ার মতো সময় দেওয়া প্রয়োজন বলে মনে করেন কলকাতা নাইট রাইডার্সের মালকিন।
তিনি বলেন,'আমরা কাজে যাই, কীভাবে কাজটা করব ভেবে-চিন্তে যাই। সেখানে হঠাৎ করে কোনও বিষয় নিয়ে সংবাদমাধ্যম 'এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি'। বুঝলামই না কী ব্যাপার, মানুষও বুঝল না কী ব্যাপার, কিন্তু আপনার প্রতিক্রিয়া চাই!'
সবসময় সরকার কী করল, কেন করল, প্রশ্ন তুলি। কিন্তু একটা আঙুল অন্যের দিকে তুললে, তিনটি নিজের দিকে থাকে।, মন্তব্য জুহির। প্রশ্ন করলেন, কী করছি আমরা? আসুন শান্ত হই, পরিস্থিতিটা বুঝি।
সরকারের দিকে আঙুল তোলার আগে নিজের ব্যবহার ঠিক করুন: জুহি চাওলা
Web Desk, ABP Ananda
Updated at:
09 Jan 2020 06:54 PM (IST)
সবসময় সরকারের দিকে আঙুল তোলার আগে, নিজের ব্যবহার ঠিক করা প্রয়োজন। বিভাজনের কথা না বলে ঐক্যের কথা বলা উচিত। একটি অনুষ্ঠানে দেশের সাম্প্রতিক পরিস্থিতির উপর কথা বলতে গিয়ে বললেন জুহি।
জুহি
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -