ওয়াশিংটন: নির্বাচনী প্রচার চলাকালীনই চলল গুলি পর পর। প্রাণে বেঁচে গেলেও, জখম হয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তড়িঘড়ি মাথা হেলানোতেই ট্রাম্প রক্ষা পেয়েছেন বলে মত বিশেষজ্ঞদের। সিক্রেট সার্ভিস অফিসাররা ট্রাম্পকে তড়িঘড়ি ট্রাম্পকে বের করে নিয়ে যান ওই সভা থেকে। এই ঘটনায় সভাস্থলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর সেই আবহেই একটি ছবি সামনে এসেছে, যাতে ট্রাম্পকে বেঁধার আগের মুহূর্তে দুরন্ত গতিতে ধাবমান গুলিটিকে দেখা গিয়েছে। (Donald Trump Assassination Attempt)
পেনসিলভ্যানিয়ার জনসভায় ভাষণ দেওয়ার সময়ই ট্রাম্পের উপর হামলা হয়। ২০ বছর বয়সি টমাস ম্যাথু ক্রুকসকে আততায়ী হিসেবে চিহ্নিত করা গিয়েছে। সেকেন্ডের মধ্যেই সিক্রেট সার্ভিসের গুলিতে প্রাণ হারান ক্রুকস। দেশের প্রাক্তন প্রেসিডেন্ট, তথা এবারের প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পের উপর এই হামলায় চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র। সেই আবহেই ধাবমান গুলিটির ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। (Donald Trump Attacked)
আমেরিকার জনপ্রিয় সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস-এর চিত্র সাংবাদিকের ক্যামেরায় গুলি চলার আগের মুহূর্ত ধরা পড়েছে, তাতে দেখা গিয়েছে, আগ্রাসী ভঙ্গিতে ভাষণ দিচ্ছেন ট্রাম্প। মাথায় লাল টুপি রয়েছে তাঁর। আর তাঁর মাথার ঠিক পিছন দিয়ে ছুটে যাচ্ছে তীক্ষ্ণ বুলেটটি। নিউ ইয়র্ক টাইমসের চিত্র সাংবাদিক ডাগ মিলস ছবিটি তুলেছেন।
আরও পড়ুন: Donald Trump : ট্রাম্পের ওপর হামলা চালিয়েছিল কে ? জানিয়ে দিল FBI ; হত্যার পরিকল্পনা ?
প্রত্যক্ষদর্শীদের একজন জানিয়েছেন, ট্রাম্প ভিড়ের দিকে মুখ করে ভাষণ দিচ্ছিলেন। সেই সময় সামনের একটি বিল্ডিং-এর ছাদ থেকে পর পর গুলি চলে। হামাগুড়ি দিয়ে আততাতীয় তরুণ ছাদে উঠেছিলেন এবং তার পর রাইফেল থেকে তিনি পর পর গুলি চালান বলে জানা গিয়েছে। মাত্র ৫০ ফুট দূরত্ব থেকে গুলি চলে। তবে প্রাণে বেঁচে গিয়েছেন ট্রাম্প। তাঁর কানের উপরের অংশ ফুঁড়ে বেরিয়ে গিয়েছে গুলিটি।
তবে এই ঘটনায় সভাস্থলের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে। প্রত্যক্ষদর্শীদের একজন জানিয়েছেন, সামনের ছাদে ওই তরুণকে দেখে সন্দেহ হয় তাঁর। সঙ্গে সঙ্গেই সিক্রেট সার্ভিসকে সেকথা জানিয়েছিলেন তিনি। তার পরও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁর। পর পর ওই তরুণ পাঁচটি গুলি ছোড়েন বলে জানা গিয়েছে। ট্রাম্প জানিয়েছেন, গুলির শব্দ কানে আসতেই বিপদের ইঙ্গিত পান তিনি। আর প্রায় সঙ্গে সঙ্গেই কান ফুঁড়ে গুলিটি বেরিয়ে যায়।