পেনসিলভেনিয়া : আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা চালাল কে ? সেই তথ্য সামনে আনল আমেরিকার গোয়েন্দা এজেন্সি ফেডেরাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা FBI। FBI জানিয়েছে, থমাস ম্যাথু ক্রুক নামে বছর ২০-র একজন এই হামলা চালিয়েছে। এদিকে এর আগে সাংবাদিক বৈঠকে আমেরিকার সিকিউরিটি সার্ভিসের তরফে বলা হয়েছিল, গুলি চালানোর এই ঘটনাকে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা হিসাবে দেখা হচ্ছে।


FBI-কে উদ্ধৃত করেছে NBC ও CBS। গোয়েন্দা সংস্থা জানিয়েছে, আততায়ীর নাম থমাস ম্যাথু ক্রুক। বয়স ২০ বছর। সে পেনসিলভেনিয়ার বেথেল পার্ক এলাকার বাসিন্দা।  পেনসিলভেনিয়ার বাটলারে সে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনায় নিযুক্ত ছিল।


এর আগে প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছিলেন, তাঁরা সন্দেহভাজনকে শনাক্ত করতে পেরেছেন। কিন্তু, তখনই সেই নাম প্রকাশ্যে আনতে চাননি তাঁরা। তাছাড়া হামলার উদ্দেশ্য কী ছিল তা তখনও স্পষ্ট হয়নি। 


আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন রয়েছে এ বছর। সেই উপলক্ষ্যে শনিবার পেনসিলভানিয়ার বাটলারে সমাবেশ করছিলেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে তখন হাজার হাজার ট্রাম্প সমর্থক উপস্থিত ছিলেন। নিজের শেষ সমাবেশে সেই বক্তব্য রাখতে উঠেছেন ট্রাম্প। তখনই কানের কাছে শোঁ করে চলে যাওয়া কিছু একটা শব্দ শুনতে পান তিনি। আচকমাই গুলি চালায় এক দুষ্কৃতী। এর জেরে সভাস্থলে বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। সঙ্গে সঙ্গে ট্রাম্পকে নিরাপত্তা দিয়ে মঞ্চ থেকে নামিয়ে আনেন আমেরিকায় সিক্রেট সার্ভিস এজেন্টরা। তাঁকে গাড়িতে তোলা হয়। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে দেখা গিয়েছে, ট্রাম্পের কান দিয়ে রক্ত ঝরছে। ঘটনার সঙ্গে সঙ্গেই ট্রাম্পরকে সুরক্ষিত করা গিয়েছে বলে জানান আমেরিকার সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্টনি গুগলেলমি। 


ঘটনার আকস্মিকতায় আতঙ্ক ছড়ালে তাঁকে মঞ্চ থেকে নামিয়ে আনার সময় জনতার উদ্দেশে ইঙ্গিতপূর্ণ মুঠো তোলেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। পরে তিনি Truth Social-এ একটি পোস্ট করে লেখেন, 'আমি আমেরিকার সিক্রেট সার্ভিস এবং আইন-প্রণেতাদের ধন্যবাদ জানাতে চাই। কারণ, পেনসিলভানিয়ার বাটলারে গুলি চলার ঘটনায় সঙ্গে সঙ্গে তারা পদক্ষেপ নিয়েছে। সমাবেশে গুলিতে যে ব্যক্তি নিহত হয়েছেন তাঁর পরিবারকে সমবেদনা জানাতে চাই। এছাড়া আরও একজন গুরুতর জখম হয়েছেন। তাঁর পরিবারকেও সমবেদনা জানাই। আমাদের দেশেও যে এরকম ঘটনা ঘটছে তা অবিশ্বাস্য। বন্দুকবাজ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি (সেই সময়)। সে অবশ্য মৃত। আমার ডান কানের ওপরের অংশে গুলি লেগেছে। আমি সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছিলাম যে, খারাপ কিছু একটা ঘটেছে। কারণ, শোঁ করে কিছু একটা চলে যাওয়ার শব্দ পাই। সঙ্গে সঙ্গে বুঝতে পারি আমার চামড়া ভেদ করে গিয়েছে বুলেট। অনেক রক্তপাত হয়েছে। তখনই আমি বিষয়টি বুঝতে পারি।'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।