এরপর রাজঘাটে যান ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া। মহাত্মা গাঁধীর সমাধিস্থলে শ্রদ্ধা জানান তাঁরা। ফার্স্ট লেডিকে মহাত্মার মূর্তি উপহার দেওয়া হয়। রাজঘাট থেকে বেরিয়ে ভিজিটর্স বুকে বার্তা লেখেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি লেখেন, সুন্দর ও সার্বভৌম ভারত গড়ার স্বপ্ন দেখেছিলেন মহাত্মা গাঁধী। সেই দেশের পাশে আমেরিকাবাসী আছে।
সেই সঙ্গে ট্রাম্প লেখেন, এর জন্য তিনি গর্বিত।
গতকাল ছিল ট্রাম্পের ভারত সফরের প্রথম দিন। এদিন গুজরাতের সবরমতী আশ্রমে যান সস্ত্রীক ট্রাম্প। সেখানেও আশ্রমের ভিজিটর্স বুকে নোট লেখেন তিনি। তাঁর সেই বার্তা নিয়েই কংগ্রেস প্রশ্ন তোলে, মহাত্মা গাঁধীর স্মৃতিবিজড়িত আশ্রমের ভিজিটর্স বুকে লেখা মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে তাঁরই উল্লেখ নেই! ট্যুইট করেন কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি। তিনি লেখেন, ‘......মহান ব্যক্তিত্ব মহাত্মার কোনও কথাই নেই এতে। মোহনদাস করমচাঁদ গাঁধী কে, সেটা কি উনি জানেন?’
এখানেই শেষ নয়, ট্রাম্পের এই নোটের সঙ্গে ওবামার লিখে যাওয়া বার্তার ছবি দিয়ে তুলনা করেন কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি।
কংগ্রেস নেতাদের এই খোঁচার বার্তা কি পৌঁছেছে মার্কিন প্রেসিডেন্টের কাছে? তা হোক বা না হোক, মঙ্গলবার রাজঘাটের ভিজিটর্স বুকে ট্রাম্প-বার্তা নিয়ে এখনও কোনও আলোচনা হয়নি।