কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছে যাদবপুর স্টেশন রোডের কাপড়ের দোকানের শাটার ভাঙার চেষ্টার অভিযোগ। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে দুষ্কৃতীদের ছবি, দাবি ব্যবসায়ীর। দোকানের উল্টোদিকে গোডাউনও লন্ডভন্ডের অভিযোগ। আটকাতে গেলে নিরাপত্তারক্ষীকে বেধড়ক মারধর দুষ্কৃতীদের। অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার বিজেপির।
রাতের অন্ধকারে দোকানের শাটার ভাঙার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেছেন দীপঙ্কর সেনগুপ্ত নামে ক্ষতিগ্রস্ত দোকান মালিক। দুষ্কৃতীদের বিরুদ্ধে দোকানের উল্টোদিকের কাপড়ের গোডাউন লন্ডভন্ডেরও অভিযোগ করেছেন তিনি। তাঁর দাবি, কয়েক লক্ষ টাকার কাপড় পোড়ানো হয়েছে। হামলা আটকাতে গেলে এক বাসিন্দাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের কাছের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকের দাবি, তৃণমূল কংগ্রেসকে সমর্থন করায় তাঁর দোকানে হামলা করিয়েছে বিজেপি। তিনি বলেছেন, ওরা খুব মারধর করেছে। আমার গোডাউন থেকে কাপড় নিয়ে পুড়িয়ে দিয়েছে। আমি তৃণমূল করি বলেই আমার উপর এই ধরনের হামলা করিয়েছেন বিজেপির রিঙ্কু নস্কর।
এমনকী রিঙ্কুর বিজেপিতে যোগদানের পরে এখানে দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত হয়েছে বলে অভিযোগ তুলে দুষ্কৃতীরা সব রিঙ্কুরই লোকজন, এমনই দাবি করেছেন এক স্থানীয় ব্যবসায়ী। দিনকয়েক আগে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন রিঙ্কু।
সন্তোষ বক্সি নামে এক প্রত্যক্ষদর্শীর বক্তব্য, আমি দুজনকে দেখতে পেয়েছি। ওদের আটকাতে গেলে আমায় খুব মারধর করে।
যদিও ঘটনার সঙ্গে তাঁর অনুগামীদের জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছেন রিঙ্কু। যাদবপুর ১০২ নং ওয়ার্ডের কো-অর্ডিনেটর বলেছেন, পুলিশ প্রশাসনের উপর ভরসা আছে। এই তিনটে ছেলে আমার লোকই। কিন্তু ওরা করেছে বলে মনে হয় না।

যাদবপুর থানায় ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। ঘটনার পিছনে কোনও রাজনৈতিক যোগসূত্র রয়েছে নাকি ব্যক্তিগত শত্রুতা? খতিয়ে দেখছে পুলিশ।