মুম্বই: সোমবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে হাজিরা দিলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। বলিউডে মাদকযোগের তদন্তে নেমেছে এনসিবি। অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর মাদকযোগের তদন্ত শুরু করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। আজ এনসিবি-র মুম্বই অফিসে হাজিরা দেন তিনি। তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ শুরু করেছেন ইতিমধ্যেই।


 ১৫ ডিসেম্বর তাঁকে সমন পাঠায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ১৬ ডিসেম্বরই তাঁকে হাজিরা দিতে বলা হয়। কিন্তু সময় চেয়েছিলেন অভিনেতা। এনসিবি-র থেকে তিনি ২২ ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছিলেন তিনি। সেই বর্ধিত সময় অনুযায়ী, সোমবার হাজির হলেন তিনি। গত, ১০ নভেম্বর তাঁর বাড়িতে তল্লাশি চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এরপরই তাঁকে এবং তাঁর বান্ধবীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে এনসিবি। এর আগে ১৩ নভেম্বর অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করা হয়।


 কিন্তু কীভাবে মাদক মামলায় নাম জড়াল অর্জুনের? অভিনেতার বান্ধবী গ্যাব্রিয়েলার ভাইকে মাদক যোগের অভিযোগে গ্রেফতার করে এনসিবি। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় মাদক। অভিযোগ মুম্বইয়ে কোকেন  সরবরাহ করতেন তিনি। আর এরপরই অর্জুন এবং গ্যাব্রিয়েলার নাম উঠে আসে।


উল্লেখ্য, মাদক কাণ্ডে নাম জড়িয়েছে একের পর এক সেলেবের।বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর মাদক যোগের বিষয়টি সামনে আসে। এই অভিযোগে গ্রেফতার করা হয় অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী, তাঁর ভাই সৌভিক চক্রবর্তী সহ সুশান্তের বাড়ির কর্মীদের। সেপ্টেম্বর মাসে দীপিকা পাডুকোন, শ্রদ্ধা কাপুর, সারা আলি খানের মতো অভিনেত্রীদের জিজ্ঞাসাবাদ করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। মাদকযোগের তদন্ত করতে সমন পাঠানো হয় ধর্মা প্রোডাকশনের এক্সিকিউটিভ প্রোডিউসার ক্ষিতীশ রবি প্রসাদকে। পরে তাঁকে গ্রেফতারও করা হয়। এমনকি করণ জোহরের নামও এই তালিকায় আছে কি না তা নিয়েও প্রশ্ন ওঠে।