দিল্লি : জরুরি অবস্থায় 'ভিরাফিন'-এর ব্যবহারের জন্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (ডিসিজিআই) ছাড়পত্র মিলেছে । এমনই জানাল আহমেদাবাদের ওষুধ প্রস্তুতকারক সংস্থা জাইডাস ক্যাডিলা। 


সংস্থার তরফে জানানো হয়েছে, করোনা আক্রান্তের অবস্থা খুব সঙ্কটজনক না হলে পেগিলেটেড ইন্টারফেরন আলফা-২বি, 'ভিরাফিন'-এর এক ডোজেই পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। PegIFN ব্যবহার করে চিকিৎসা করে ৯১.১৫ শতাংশের সাতদিনের মধ্যে আরটি-পিসিআর রিপোর্ট নেগেটিভ এসেছে।


প্রাথমিক অবস্থায় এই ওযুধের প্রয়োগে তাৎপর্যপূর্ণভাবে ভাইরাল লোড কমে যাচ্ছে। রোগীর খুব দ্রুত সেরে ওঠার সম্ভাবনা আছে। এবং আনুষঙ্গিক বহু জটিলতাও এড়ানো যাবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে । এমনকী অন্য ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রেও এই ওষুধের কার্যকারিতা আছে বলে দাবি ক্যাডিলা হেল্থের।


এই ওষুধটির লিভারের রোগ হেপাটাইটিস সি-র চিকিৎসার জন্য অনুমোদন ছিল। বছর দশেক আগে ওষুধটি ভারতের বাজারে চালু হয়। এখন এটিকে করোনার মোকাবিলার জন্য ব্যবহার করা হচ্ছে।


করোনার দ্বিতীয় ঢেউয়ের বিরুদ্ধে লড়ছে গোটা দেশ। গত ২৪ ঘণ্টাতেও বিশাল সংখ্যায় সংক্রমণ দেখা গিয়েছে। আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩২ হাজার ৭৩০ জন। গত দুই দিন ধরে ৩ লক্ষর বেশি সংক্রমণ হয়েছে দেশে। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬২ লক্ষ ৬৩ হাজার ৬৯৫ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ২৬৩ জনের। এনিয়ে মোট মৃত্যু ১ লক্ষ ৮৬ হাজার ৯২০ জনের। এই মুহূর্তে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২৪ লক্ষ ২৮ হাজার ৬১৬ জন।  


এদিকে করোনা পরিস্থিতিতে দেশজুড়ে অক্সিজেনের তীব্র ঘাটতি দেখা দিয়েছে। অক্সিজেনের অভাবে অনেক জায়গায় চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে। আজ সকালেই দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতাল কর্তৃপক্ষ অক্সিজেন সঙ্কটের কথা জানান এক বিবৃতিতে। ৬০ জন সঙ্কটজনক রোগীর চিকিৎসার জন্য অক্সিজেনের আবেদন জানান। তারপরই হাসপাতালে পৌঁছায় অক্সিজেন ভর্তি ট্যাঙ্কার।