পার্থপ্রতিম ঘোষ ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: মাদক-যোগে পামেলাকাণ্ডে ফের গ্রেফতারি। অমৃতা সিংহ ওরফে সুইটি নামে এক মহিলাকে গ্রেফতার করেছে লালবাজারের নারকোটিক্স সেল। পুলিশের দাবি, ধৃত অমৃতা রাকেশ সিংহের সহযোগী। রাকেশের নির্দেশে মাদক কারবারিদের কাছ থেকে সাড়ে ৯ কেজি কোকেন কেনেন অমৃতা। এরপর সেই কোকেন তিনি রাকেশকে দেন বলে পুলিশের দাবি।


নিউ আলিপুর মাদককাণ্ডে পুলিশের জালে আরও এক অভিযুক্ত। এই মামলায় এখনও পর্যন্ত মোট ৮ জনকে গ্রেফতার করলেন গোয়েন্দারা। এর আগে শনিবার নিউটাউন থেকে আরিয়ান দেব নামে বছর ৪২-এর এক ব্যক্তিকে গ্রেফতার করে লালবাজারের অ্যান্টি নারকোটিক্স সেল। ধৃত ব্যক্তি নিউ আলিপুরের সোমনাথ লাহিড়ি লেনের বাসিন্দা।




লালবাজার সূত্রে খবর, আরিয়ানের মাধ্যমেই পুলিশের কাছে খবর পাঠিয়েছিলেন বিজেপি নেতা রাকেশ সিং। ১৯ ফেব্রুয়ারি নিউ আলিপুরের এনআর অ্যাভিনিউ থেকে বিজেপি যুব মোর্চা নেত্রীর পামেলা গোস্বামীকে মাদক সহ গ্রেফতার করে পুলিশ। ওই দিনই গ্রেফতার করা হয় পামেলার সঙ্গী প্রবীরকুমার দে ও ব্যক্তিগত নিরাপত্তারক্ষী সোমনাথ চট্টোপাধ্যায়কে। গ্রেফতারের পর বিজেপি নেতা রাকেশ সিংয়ের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেন পামেলা। তিনি বলেছিলেন, ‘‘রাকেশ সিং আমার গাড়িতে কোকেন রাখে। রাকেশ সিং আমাকে অন্য চোখে দেখতে শুরু করেছিল ৷’’


তদন্তে নেমে ২৩ ফেব্রুয়ারি পূর্ব বর্ধমানের গলসি থেকে বিজেপি নেতা রাকেশ সিং ও তাঁর সঙ্গী জিতেন্দ্র সিংকে গ্রেফতার করে পুলিশ। পরে পুলিশের জালে ধরা পড়ে রাকেশ ঘনিষ্ঠ সুরজকুমার শা নামে এক ব্যক্তি। তদন্তকারীদের দাবি, পামেলার গাড়িতে মাদক রেখেছিলেন অমৃত সিং নামে এক যুবক। ঘটনার পর থেকে পলাতক অমৃত সিংহ। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা।