বারাসত: মাটিতে পড়ে রয়েছে ‘দুয়ারে সরকারের’ ফ্লেক্স, ফেস্টুন। শুধু তাই নয়, ছিঁড়ে দেওয়া হয়েছে তৃণমূলের পতাকা। মাটিতেই লুটিয়ে পড়ে প্রকল্পের হোর্ডিং। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে।


এই ছবি উত্তর ২৪ পরগনার হাবড়া পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের রাজবাড়ি মোড় এলাকার। সাধারণ মানুষের ঘরে ঘরে বিভিন্ন প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে রাজ্যজুড়ে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। বিভিন্ন ব্লকে ব্লকে হচ্ছে শিবির। তৃণমূলের অভিযোগ, হাবড়ার রাজবাড়ি মোড়ে শিবিরের  বুধবার মধ্যরাতে তাণ্ডব চালিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সকালে বিষয়টি নজরে আসে দলীয় কর্মীদের।


 হাবড়া পুরসভার তৃণমূল নেতা ও প্রশাসক নীলিমেশ দাস অভিযোগের আঙুল তুলেছেন বিজেপির দিকে। যদিও মানতে নারাজ গেরুয়া শিবির। হাবড়ার বিজেপি নেতা ভাস্কর দাস বলেন, ওদের দুয়ারে সরকার ফ্লপ তাই নিজের ছিড়ে এসব করছে। হাবড়াতে তৃণমূল শাখা উপ শাখায় বিভক্ত। তাই বিজেপি কে এসব করতে হয় না। তৃণমূল নিজেরাই এসব করছে। ঘটনার তদন্তে নেমেছে হাবড়া থানার পুলিশ। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, খতিয়ে দেখছে পুলিশ।