মুম্বই: ৩৪-এ পা দিলেন ভারতীয় ক্রিকেট দলের 'হিটম্যান' রোহিত শর্মা। মধ্যরাত হতেই, ট্যুইটারে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে শুরু করেন তাঁর অনুরাগীরা। অনেকে, রোহিতের পুরনো ছবিও শেয়ার করেন। কেউ কেউ আবার রোহিতের সেরা ইনিংসের ভিডিও পোস্ট করে তাঁকে শুভেচ্ছাবার্তা পাঠান।


একদিনের ক্রিকেটে তিন-তিনটে দ্বিশতরান করার অনন্য নজির গড়ার একমাত্র কাণ্ডারী রোহিতের জন্ম ১৯৮৭ সালের ৩০স এপ্রিল মহারাষ্ট্রের নাগপুর জেলার বানসোড়ে হয়েছিল। মুম্বইয়ের হয়ে রঞ্জি খেলা রোহিতের আন্তর্জাতিক অভিষেক ঘটে ২০০৭ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। ভারতীয় দলের এই তারকা ব্যাটসম্যানের ব্যাট যেদিন চলে, সেদিন বড় বড় লক্ষ্যও ছোট হয়ে যায়।


তবে, অনেকেই জানেন না, একটা সময় ছিল, যখন রোহিত ব্যাটসম্যান নয় বোলার হতে চেয়েছিলেন, তাও আবার স্পিনার। এমনকী, ক্রিকেট খেলা শুরু করেছিলেন অফ-স্পিনার হিসেবে। সেই সময় রোহিত জুনিয়র ক্রিকেট খেলতেন। ২০০৫ সালে ভারত সফরে এসেছিল শ্রীলঙ্কার জুনিয়র টিম। সীমিত ওভারের একটি ম্য়াচে রোহিতের ডান হাতের একটি আঙুল ভেঙে যায়।


এই চোটের ফলে, বোলার হিসেবে তাঁর কেরিয়ার শেষ হয়ে যায়। কারণ, রোহিত বল হাতে ঠিকমতো গ্রিপ করতে পারতেন না। সেখান থেকেই তিনি ব্যাটিংয়ের ওপর মননিবেশ করেন। সেখান থেকেই শুরু 'হিটম্যান' হয়ে ওঠার কাহিনী। বাকিটা ইতিহাস।