হায়দরাবাদ : নতুন জামা, ভোগ, উপাচার মেনে পুজো-অর্চনা, সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান। হঠাৎ দেখলে মনে হতে পারে বাংলার কোনও পাড়া। পশ্চিমবঙ্গ থেকে দূরত্বটা অনেকটা হলেও মনে-প্রাণে হায়দরাবাদের বিবেকানন্দপুরমে যেন এক টুকরো বাংলার পুজোই। হায়দরাবাদ কালীবাড়ির(Hyderabad Kalibari) দুর্গাপুজো । হায়দরাবাদ-সেকেন্দ্রাবাদ দ্বৈত শহরের একমাত্র দক্ষিণা কালী মাতার মন্দির। বাঙালি কলোনিতে গড়ে ওঠা মন্দিরই এখন প্রবাসে বাঙালিদের উৎসবের মেলবন্ধনের তীর্থক্ষেত্র।


কীভাবে শুরু


হায়দরাবাদ কালীবাড়ির সহঃ সাংস্কৃতিক সম্পাদক বিশ্বপ্রতিম পাল জানাচ্ছিলেন, ১৯৭২ সালের আগে রেলে-সেনা কর্মরত বাঙালিরা আস্তানা গড়েছিলেন বিবেকানন্দপুরমে। বাঙালি কলোনিতে মন্দির গঠনের ভাবনা শুরু হয়েছিল ১৯৭২ সালে। এন আর নাথের হাত ধরে তৈরি হায়দরাবাদ কালীমন্দির। আপাতত মন্দিরটি ঠিক যেখানে তার পিছনে এলাম্মার মূর্তি থাকলেও কোনও মন্দির ছিল না, এন আর নাথ মন্দির স্থাপনের কথা স্বপ্নাদেশ পেয়েছিলেন বলেই শোনা যায়। দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে ১৯৭৪ সালের ২৮ অগাস্ট হায়দরাবাদ কালীবাড়ি স্থাপন হয়। স্বামী রঙ্গনাথন মন্দিরটির নামকরণ করেন হায়দরাবাদ কালীবাড়ি হিসেবে। মন্দিরে প্রথম পুরোহিত ছিলেন এ কে গাঙ্গুলি। স্থানীয়দের সঙ্গে নিয়ে তারা শুরু করেন মন্দির চালানোর কাজ।


বাঙালির সব উৎসবে সামিল


শুধু দুর্গাপুজোই (Durga Puja ) নয় বাজার দোকান থেকে শুরু করে সমস্ত ছোট-বড় পুজো, সবেতেই বিবেকানন্দপুরমের বাঙালিদের তীর্থক্ষেত্র হয়ে ওঠে হায়দরাবাদ কালীবাড়ি। মন্দিরের ভিত্তিতে পুজোর পাশাপাশি দুর্গাপুজোর কয়েকদিন কলোনির প্রবীণ-নবীন সদস্যরা ভোগ রান্না করে থাকেন। পুজোর দিনগুলোতে রোজ প্রায় হাজার তিনেক লোকের ভোগ তৈরি হয় বলেই জানান হায়দরাবাদ কালীবাড়ির সহঃ সাংস্কৃতিক সম্পাদক বিশ্বপ্রতিম পাল । পনেরো থেকে কুড়ি হাজার লোক পুজো দেখতে আসেন বলেও জানান তিনি।



নবমীর দিনে কুমারী পুজো, ধুনুচি নাচের প্রতিযোগিতা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাংলার আর পাঁচটা পাড়ার মতোই হায়দরাবাদ কালীবাড়ির পুজোকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠেন বিবেকানন্দপুরমের বাঙালিরা। স্থানীয়রা কলকাতার পুজোকে মিস না করার কথা বা বারোয়ারি পুজোতে মেতে ওঠার কথাও জানান। খাওয়া-দাওয়ায় ভোগ হোক বা ভাজাভুজি- স্ন্যাকস, বাদ যায় না কিছুই। শুধু বিবেকানন্দপুরমের বাঙালিরাই নন, হায়দরাবাদের বিভিন্ন এলাকার বাঙালিরাও হায়দরাবাদ কালীবাড়ির পুজো দেখতে হাজির হন। 


আরও পড়ুন- কানাডার ডারহামে একটুকরো বাঙালিয়ানা, কুমোরটুলির প্রতিমায় পুজো দেবী দুর্গা