পুজো , উৎসব মানেই জমায়েত , হুল্লোড়। দেশের বিভিন্ন জায়গায় চলছে নবরাত্রির মেলা। এমন একটা মেলাতেই ঘটে গেল ভয়াবহ এক ঘটনা। পুজো উপলক্ষ্যে বিভিন্ন জায়গাতেই বসেছে মেলা । আর মেলা মানেই নানারকম জয়রাইড। নবরাত্রির মেলায় এই জয়রাইডকে কেন্দ্র করেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। আনন্দ হইহুল্লোড় একমুহূর্তে গেল থেমে, ছড়াল আতঙ্ক।
মধ্যপ্রদেশের রায়সেন জেলার খান্ডেরা ধাম মন্দিরে ছড়ায় আতঙ্ক । নবরাত্রি মেলায় একটি বিরাট নাগর দোলার একটি দোলনা হঠাৎ ভেঙে পড়ে যায়। বিকট শব্দ আর চিৎকারে ভরে যায় মেলাপ্রাঙ্গন। শুরু হয়ে যায় আর্তনাদ আর বিশৃঙ্খলা । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নবরাত্রির মেলা চলছিল হইহই করে। প্রচুর মানুষের সমাগম হয়েছিল প্রতি বছরের মতোই। কচিকাঁচাদের ভিড় মূলত ছিল জয়রাইডগুলির আশেপাশেই। সেখানেই হঠাৎ বিকট শব্দ। মড়মড়িয়ে ভাঙল দোলনা।
তবে সৌভাগ্যের বিষয়, ঘটনায় কারও প্রাণহানি হয়নি। পুলিশ এবং স্থানীয়দের সহায়তায় সব আরোহীদেরই নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। সৌভাগ্যবশত, দুর্ঘটনায় কেউ আহতও হয়নি। জানা গিয়েছে, এই দোলনাটি মোটর চালিত ছিল না। হাতেই চালানো হত নাগর দোলাটি। একটি হুক ভেঙে যাওয়ার ফলেই এই বিপত্তি। দোলনাটিকে পরে মেলাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। জানিয়েছেন দেবনগর থানার ইনচার্জ।
একটি মন্দিরকে কেন্দ্র করেই এই মেলা বসে। সেখানে রয়েছে শয়ে শয় বিপণি। প্রচুর জিনিসের পসরা। সেই সঙ্গে একাধিক জয়রাইড। প্রতিবছরই নবরাত্রির সময় হাজার হাজার ভক্ত আসেন। এবারও তেমনটাই ঘটেছিল। আতঙ্ক ছড়িয়ে পড়লেও দুর্ঘটনায় কারও ক্ষতি হয়নি। স্থানীয় সূত্রে খবর, ঘটনার একটু পরেই পরিস্থিতি আগের মতো স্বাভাবিক হয়ে যায়। মেলায় জয়রাইডে চড়ার সময় দুর্ঘটনা , এই প্রথম নয়। এর আগে, মধ্যপ্রদেশের নরসিংহপুর জেলার বর্মণ মেলায় এ ধরনের ঘটনাট জীবনহানিও হয়।
চলতি বছরে এমনই এক ঘটনা ঘটেছিল এই রাজ্যে। দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় চলন্ত নাগরদোলা থেকে ছিটকে পড়ে মৃত্যু হয় এক তরুণীর। মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নামে কুমিরমারি গ্রাম পঞ্চায়েতে। বিদ্যুৎ-চালিত নাগরদোলা ছিটকে পড়ে যান কুমিরমারির বাসিন্দা তিন তরুণী। জখম হন সায়ন্তনী মণ্ডল নামে এক তরুণী। আশঙ্কাজনক অবস্থায় বেলভিউ নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে, তাঁর মৃত্যু হয়। নাগরদোলার মালিক অমল বৈদ্যকে গ্রেফতার করে পুলিশ।