কলকাতা: দুর্গাপুরের শিক্ষিকার মানবিক মুখ। টিভিতে দেখে তামিলনাড়ুর ক্যানসার আক্রান্ত দুঃস্থ রোগীদের জন্য পরচুলা বানানোর কাজে চুল দান করলেন দুর্গাপুরের বেসরকারি স্কুলের শিক্ষিকা মহুয়া ভট্টাচার্য।
দুর্গাপুরের বিধাননগরের গ্রুপ হাউসিং এর মহুয়া ভট্টাচার্য তামিলনাড়ুর একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে এই কাজ করেছেন বলে জানান। মহুয়াদেবী বলেন প্রায় দেড় বছর আগে টিভিতে বাংলা খবরের চ্যানেলে দেখেছিলেন একজন বাচ্চা ক্যানসার আক্রন্তদের জন্য পরচুলা বানানোর জন্য চুল দান করেছে। তারপর মহুয়াদেবীও তার মাথার চুল দান করার সিদ্ধান্ত নেন।
তিনি ছোটো থেকেই তাঁর মাথার চুল ছোট রাখতেন। হঠাৎ এই সিদ্ধান্ত নেওয়ার পর চুল বড় করতে বেশ বেগ পেতে হয়। এরই মধ্যে বিভিন্ন ওয়েবসাইট থেকে এই পরচুলা বানানোর কাজে যুক্ত স্বেচ্ছাসেবী সংস্থার সন্ধান পান। ওই স্বেচ্ছাসেবী সংস্থা থেকে জানানো হয় চুল দিতে চাইলে কোভিড রিপোর্ট নেগেটিভ থাকতে হবে।
গত ২৮ তারিখ বিধাননগর গ্রুপ হাউসিং আবাসনে কোভিড পরীক্ষা হয়। সেদিন মহুয়াদেবীও কোভিড পরীক্ষা করান এবং তাঁর রিপোর্ট নেগেটিভ আসতেই আর দেরি করেননি। চুল কেটে স্পিড পোস্টে ওই স্বেচ্ছাসেবী সংস্থায় পাঠিয়ে দেন। মহুয়াদেবী জানান মাথার চুল দান করতে পেরে তিনি খুবই খুশি।