কলকাতা: মাঝারি মাপের ভূমিকম্পে কেঁপে উঠল মুর্শিদাবাদের বহরমপুর ও সংলগ্ন অঞ্চল। ইউরোপীয়-ভূমধ্য সিসমোলজিক্যাল সেন্টারের তরফে জানানো হয়েছে, বুধবার সকাল ৭টা ৫৪ মিনিটে মাঝারি ভূমিকম্প অনুভূত হয়।
রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৮। জানা গিয়েছে, কম্পনের উৎসস্থল হল বহরমপুর থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব।
এর আগে, ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজির তরফে জানানো হয়, এদিন সকালে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে ৪.১ তীব্রতার কম্পন অনুভূত হয়েছে। ওই কম্পনের উৎসস্থল ছিল দুর্গাপুর থেকে ১১০ কিমি পূর্ব-উত্তরপূর্বে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে।
পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদ ছাড়াও নদিয়া, বীরভূম ও পূর্ব বর্ধমানও এদিন কম্পন অনুভূত হয়।