নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ( PM Narendra Modi ) লাক্ষাদ্বীপ সফরকে কেন্দ্র করে ভারত ও মলদ্বীপের মধ্যে কূটনৈতিক সংঘাত চরমে । ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক লাক্ষাদ্বীর সফর নিয়ে মলদ্বীপের তিন মন্ত্রী তা নিয়ে কটাক্ষ করে। এই বিদ্বেষমূলক মন্তব্যের জেরে ঝড় উঠেছে নেটপাড়ায়। প্রতিবাদের ঢেউ উঠেছে এদেশের বিভিন্ন মহলে। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়েছে #BoycottMaldives হ্যাশট্যাগ। আর এরপরই ভারতের অনলাইন ভ্রমণ সংস্থা তাদের মলদ্বীপগামী সমস্ত বিমানের বুকিং ( Maldives flight bookings )বাতিল করেছে।

  


৩ মন্ত্রীকে বরখাস্ত করল মলদ্বীপ সরকার
সম্প্রতি মলদ্বীপের তিন মন্ত্রী মালশা শরিফ, মরিয়ম শিউনা এবং আবদুল্লাহ্ মাহজুম মাজিদ নরেন্দ্র মোদিকে নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য করেন। আর তা নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে। মোদির উদ্দেশে অপমানজনক মন্তব্য করায় আগেই মলদ্বীপ সরকার তাদের মন্ত্রীদের হুঁশিয়ারি দেয়। তারপর তাঁদের মন্তব্যকে ব্যক্তিগত বলেও দায় সারে দ্বীপরাষ্ট্রের সরকার। এবার বরখাস্ত করা হল তিন মন্ত্রী মালশা শরিফ, মরিয়ম শিউনা এবং আবদুল্লাহ্ মাহজুম মাজিদকে । 


'বয়কট মলদ্বীপ' হ্যাশট্যাগ
সম্প্রতি কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ সফরে যান মোদি। প্রধানমন্ত্রীর সৈকতে বেড়ানোর ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই আপত্তিকর মন্তব্য করেন ও তাতে সমর্থন জানান মলদ্বীপের তিন মন্ত্রী। এরপরই সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং হয় 'বয়কট মলদ্বীপ' হ্যাশট্যাগ।


প্রতিবাদ জানিয়ে লাক্ষাদ্বীপ নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করে বলিউডের একাংশ। মলদ্বীপের অর্থনীতি অনেকটাই ভারতীয় পর্যটকদের ওপর নির্ভরশীল। এই পরিস্থিতিতে ভারতের জনপ্রিয় অনলাইন ভ্রমণ সংস্থা মলদ্বীপ যাওয়ার সমস্ত বিমানের বুকিং বাতিল করেছে। 

এই পরিস্থিতিতে মুখ খুলেছেন মলদ্বীপের এক সাংসদ। ওই মন্ত্রীদের মন্তব্যের সমালোচনা করেন সাংসদ তথা প্রাক্তন ডেপুটি স্পিকার এলভা আবদুল্লা। রবিবার তিনি বলেন,'ব্যক্তিগত ভাবে সেই লজ্জাজনক এবং বৈষম্যমূলক মন্তব্যের জন্য ভারতের মানুষের কাছে ক্ষমা চাইছি।' 


মলদ্বীপের ওই তিন মন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অনেক ভারতীয়ই মলদ্বীপে ছুটি কাটানোর বাতিল করেছেন।  ট্রেন্ড হতে শুরু করে মলদ্বীপকে বাতিল করার ডাক।  সেইসঙ্গে  EaseMyTrip নেটমাধ্যমে #ChaloLakshadweep হ্যাশট্যাগে পোস্ট শুরু করে। 


প্রসঙ্গত উল্লেখ্য, পর্যটন গন্তব্য হিসাবে মলদ্বীপ ভারতীয়দের মধ্যে একটি জনপ্রিয় স্থান। দেশটির পর্যটন মন্ত্রকের তথ্য অনুসারে, ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত মলদ্বীপে ভারতীয় পর্যটকই  সবচেয়ে বেশি ছিল। মলদ্বীপে আসা পর্যটকদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ভারত থেকেই আসে ।    


আরও পড়ুন :


জ্যোতিষ থেকে পুরাণ, মকর সংক্রান্তির গুরুত্ব অসীম, কী করলে মিলবে ১০০ অশ্বমেধ যজ্ঞ করার সমান পুণ্য