পূর্ব বর্ধমান: জামালপুরের মইদিপুরে মর্মান্তিক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে বালির লরি উল্টে একই পরিবারের তিনজনের মৃত্যু। পুলিশের গাড়ি ভাঙচুর। পুলিশকে নিগ্রহের অভিযোগ উত্তেজিত জনতার বিরুদ্ধে। মৃতদেহ আটকে বিক্ষোভ।
গতকাল রাত পৌনে ৯টা নাগাদ দুর্ঘটনা ঘটে। দামোদরের বাঁধের ধারেই মাটির বাড়ি প্রশান্ত বাউড়ির। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে গৃহকর্তা বাড়িতে ছিলেন না। সেইসময় ঘরে বসে টিভি দেখছিলেন তাঁর স্ত্রী ও ছেলেমেয়ে।
বালিবোঝাই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির উপর উল্টে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মা ও দুই সন্তানের। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তায় ওভারলোডেড বালির লরি চলাচল করে। প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানিয়েও কাজ হয়নি। সেই কারণেই দুর্ঘটনা।
অন্যদিকে, গভীর রাতে ধর্মতলায় বেপরোয়া গাড়ির ধাক্কায় যাত্রীসমেত ট্যাক্সি গেলে আহত হন ট্যাক্সিচালক সহ ২। রাত সাড়ে ১১টা নাগাদ দুর্ঘটনা ঘটে।
দুই যাত্রীকে নিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে যাওয়ার সময়, ট্যাক্সিকে ধাক্কা মারে বেপরোয়া গাড়িটি। আহত ট্যাক্সিচালক সহ দুই যাত্রী। অভিযুক্ত গাড়িচালককে আটক করেছে পুলিশ।