পটনা: মাছ আর দই শুভ লক্ষণ। সকাল সকাল এ সব গুছিয়ে আরজেডি প্রধান তেজস্বী যাদবের বাড়ির সামনে হাজির হলেন দলীয় সমর্থকরা। এত কিছু শুভ লক্ষণ দর্শনের পর তেজস্বী হারতেই পারেন না, তাঁদের দাবি।

সমস্তিপুর থেকে এসেছেন ২৫ বছরের কুন্দন কুমার সাহনি। হাতে বিরাট মাছ, স্থানীয় বাজার থেকে কেনা। কুন্দন জানালেন, মাছ শুভ লক্ষণ। ২০১৫ সালের নির্বাচনের সময়েও তেজস্বীকে আমরা মাছ দেখিয়েছিলাম। তখন উনি ভোটে পিছিয়ে ছিলেন। মাছ দেখার পরেই এগিয়ে গেলেন। তেজস্বী যে ১০ লাখ চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন তার কী হবে? তেজস্বী যা প্রতিশ্রুতি দেন, তা রক্ষা করেন সমর্থকদের দাবি।