বিটন চক্রবর্তী, ময়না : প্রতিবাদ করায় ফের আক্রান্ত পুলিশ। এবার ময়নায় তারস্বরে ডিজে বক্স বাজানোর প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলেন ময়না থানার ৬ পুলিশকর্মী। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ১৪ জন।
জানা যাচ্ছে, মঙ্গলবার ময়নার চিরঞ্জীবপুর এলাকায় উলটোরথ উপলক্ষ্যে বিভিন্ন এলাকায় ডিজে বক্স নিয়ে শোভাযাত্রা বের করেন সেখানকার বাসিন্দারা। তারপর বিকেলের পর তাঁরা স্থানীয় একটি মাঠে একত্রিত হয়ে তারস্বরে ডিজে বক্স বাজাতে শুরু করেন। বিকেল থেকে সন্ধ্যে গড়িয়ে রাত্রি হয়ে গেলেও তাঁরা একইরকম তারস্বরে ডিজে বক্স বাজতে থাকেন। রাত পর্যন্ত ডিজে বক্স বাজানোর ফলে অনেক এলাকাবাসীরই সমস্যা হয়। তাঁরা ময়না থানায় অভিযোগ জানান ওই ব্যক্তিদের বিরুদ্ধে। এরপরই ময়না থানার বিশাল পুলিশবাহিনি ঘটনাস্থলে পৌঁছলে তাঁদেরকে ঘিরে ধরে উত্তেজিত জনতা।
এলোপাথাড়ি ইঁট ছোড়া হয় পুলিশকে লক্ষ করে। হাতে বাঁশ নিয়ে মারমুখি হয়ে পড়ে উত্তেজিত জনতা। ইট ও বাঁশের ঘায়ে জখম হন ৬ পুলিশ কর্মী। তাঁদের মধ্যে একজন পুলিশ কর্মীকে ভর্তি করা হয়েছে তমলুক জেলা হাসপাতালে। এই ঘটনায় ময়না থানার পুলিশ মোট ১৪ জনকে গ্রেফতার করেছে। তাঁদের মধ্যে চার জনের পুলিশি হেফাজত ও ১০ জনের জেল হেফাজত হয়েছে।