অযোধ্যা: আজ থেকে শুরু হচ্ছে অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজা। সকাল ৯টায় শুরু হয়েছে গণপতি পূজা, চলবে বেলা ১টা পর্যন্ত। এতে যোগ দিয়েছেন ২১ জন পূজারী। এরপর মঙ্গলবার হবে রামরাজা পূজা। আজ দুপুরেই অযোধ্যা পৌঁছবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, থাকবেন সন্ধে পর্যন্ত। ভূমি পূজার প্রস্তুতি নিয়ে কথা বলবেন সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে।
করোনা অতিমারীর জেরে উমা ভারতী জানিয়েছেন, অযোধ্যায় ভূমি পূজায় যোগ দেবেন না তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অন্যান্যরা চলে যাওয়ার পর তিনি রামলালার দর্শন করতে আসবেন। রাম জন্মভূমি ন্য়াসের কাছে তাঁর অনুরোধ, তাঁর নাম যেন আমন্ত্রিতদের তালিকা থেকে বাদ দেওয়া হয়। টুইটে তিনি লিখেছেন, কাল যখন শ্রী অমিত শাহ ও উত্তর প্রদেশ বিজেপির কয়েকজন নেতানেত্রীর করোনা হওয়ার খবর পাই, তখন থেকে আমি অযোধ্যায় মন্দিরের শিলান্য়াসে হাজির হতে চলা লোকজন, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য চিন্তিত।
পরের টুইটে তিনি লিখেছেন, রাম জন্মভূমি ন্যাসকে জানিয়ে দিয়েছি, শিলান্যাসের সময় আমি অযোধ্যায় সরযূ নদীর তীরে থাকব।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভূমি পূজায় যোগ দিতে ৫ তারিখ অযোধ্যা আসবেন। দেশের ১৭০ জন বিশিষ্ট ব্যক্তি যোগ দেবেন অনুষ্ঠানে। সকাল ৯টা ৩৫ মিনিটে দিল্লি থেকে বিশেষ বিমানে লখনউ রওনা দেবেন প্রধানমন্ত্রী। ১০টা ৩৫-এ লখনউ পৌঁছবেন, এরপর রওনা দেবেন অযোধ্যার উদ্দেশে। সড়ক পথে ১১টা ৪০ মিনিট নাগাদ পৌঁছবেন হনুমানগড়ী। ১০ মিনিট পূজা দর্শন করবেন, তারপর ৫ মিনিট হেঁটে ঠিক বারোটায় পৌঁছে যাবেন রামজন্মভূমি পরিসর। শ্রীরামজন্মভূমি মন্দিরের শিলান্যাস দর্শন করে ২টো ২০ মিনিটে হেলিকপ্টারে করে লখনউ রওনা দেবেন। সব মিলিয়ে অযোধ্যায় তিনি থাকবেন ৩ ঘণ্টা।
গণেশ পূজার সঙ্গে শুরু হল রাম মন্দিরের ভূমি পূজা, যাচ্ছেন যোগী আদিত্যনাথ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Aug 2020 12:24 PM (IST)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভূমি পূজায় যোগ দিতে ৫ তারিখ অযোধ্যা আসবেন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -