নয়াদিল্লি: তছরুপ মামলায় কংগ্রেস সাংসদ এবং প্রাক্তন মন্ত্রী পি চিদাম্বরের ছেলে কার্তি চিদাম্বরমের বিপুল পরিমাণ সম্পত্তি 'অ্যাটাচ' করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 


কার্তি চিদাম্বরমের চারটি সম্পত্তি Attach বা বাজেয়াপ্ত করেছে ইডি। ওই চারটি সম্পত্তির মোট মূল্য ১১.৪ কোটি টাকা। INX Media- অর্থ তছরুপ মামলায় এই পদক্ষেপ করেছে ইডি। ২০০২ সালের PMLA আইনের অধীনে এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যে যে সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে, তার মধ্যে একটি অস্থাবর সম্পত্তি। কর্নাটকের কুর্গ জেলায় রয়েছে ওই সম্পত্তিটি। 


 



কোন মামলা:
২০০৭ সালে ওই INX Media-তে বিদেশি বিনিয়োগের জন্য সরকারের অনুমোদন সংক্রান্ত অনিয়মের অভিযোগ রয়েছে। সেই সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন কার্তির বাবা পি চিদাম্বরম। ২০১৬ সালে ওই মামলায় এফআইআর ফাইন করে সিবিআই। 


অভিযোগ রয়েছে যে বাবা মন্ত্রিত্বে থাকাকালীন ফরেন ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ডে তাঁর প্রভাব খাটিয়ে INX Media-তে এই সুবিধা করে দিয়েছেন। সেই সুবিধা করে দেওয়ার জন্য কার্তি ১০ লক্ষ টাকাও নিয়েছেন বলে দাবি। কর ফাঁকি দিতে সাহায্য করার জন্য INX Media- কার্তি চিদাম্বরমকে ঘুষ দিয়েছে বলেও অভিযোগ করেছে সিবিআই। ২০১৭ সালে সিবিআই-এর এফআইএর- ধরে ইডির তরফে আর্থিক তছরুপের একটি মামলা দায়ের করা হয়। তাতে কার্তি চিদাম্বরম, INX Media এবং ওই সংস্থার ডিরেক্টদের অভিযোগ করা হয়। ২০১৯ সালে সিবিআই পি চিদাম্বরমকে গ্রেফতার করে। ওই বছরেই সুপ্রিম কোর্ট থেকে জামিন পান পি চিদাম্বরম। তারপরে ২০২০ সালে এই মামলা আরও একবার খতিয়ে দেখার জন্য সিবিআইয়ের করা পিটিশন খারিজ করে সুপ্রিম কোর্ট।  

এই মামলা নিয়ে বারবারই বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক হিংসায় সিবিআই-ইডিকে ব্যবহার করার অভিযোগ তুলেছে কংগ্রেস। বিশেষ করে পি চিদাম্বরমকে গ্রেফতারের ঘটনা নিয়ে বিজেপির বিরুদ্ধেই তোপ দেগেছিল বিরোধীরা।


আরও পড়ুন: দুই মালগাড়ির সংঘর্ষ, দাউদাউ করে জ্বলে উঠল রেলের ইঞ্জিন