নয়াদিল্লি: ফের পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন নরেন্দ্র মোদি। শুধু পরীক্ষার্থীই নয়, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গেও কথা বলবেন প্রধানমন্ত্রী (prime minister)। পঞ্চমবারের জন্য 'পরীক্ষা পে চর্চা' হবে। আগামী পয়লা এপ্রিল হবে এই অনুষ্ঠান। শিক্ষামন্ত্রকের তরফে জানানো হয়েছে এই কথা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Union Education Minister Dharmendra Pradhan) এই কথা জানিয়েছেন। এবার অন্তত একবছর পর ফের অফলাইন পদ্ধতিতে হতে চলেছে পরীক্ষা পে চর্চা। সব পরীক্ষার্থীই এই আলোচনার জন্।য মুখিয় থাকে। পয়লা এপ্রিলে এই অনুষ্ঠান হবে। পরীক্ষার যাবতীয় চাপ সামলাতে টিপস পাবে পরীক্ষার্থীরা। মেন্টর করা হবে, পরামর্শও পাবে পরীক্ষার্থীরা। একটি টুইট করে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।  


 





প্রধানমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত এই অনুষ্ঠান। দেশের পরীক্ষার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতেই এই পদক্ষেপ। শুধু পরীক্ষার্থী নয়, এই প্ল্যাটফর্মের উপর বিত্তি করেই অভিভাবক ও শিক্ষকদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। শুধু এই দেশ নয়, বিদেশে থাকা ভারতীয় পড়ুয়াদের (overseas student) সঙ্গেও কথা বলে থাকেন প্রধানমন্ত্রী। পরীক্ষার ঠিক আগে কীভাবে মাথা ঠান্ডা থাকবে তা নিয়েও পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।


একটি ক্রিয়েটিভ রাইটিং কম্পিটিশন (creative writing competition) করা হয়েছিল গত ডিসেম্বর-জানুয়ারিতে। ১৫ লক্ষেরও বেশি পড়ুয়া এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল। 


এর আগে কতবার?


গত চার বছর ধরে শিক্ষামন্ত্রকের তরফে 'পরীক্ষা পে চর্চা' আয়োজন করা হচ্ছে। প্রথম তিনটি 'পরীক্ষা পে চর্চা' অনুষ্ঠান নয়াদিল্লিতে হয়েছিল। প্রথম অনুষ্ঠানটি হয়েছিল ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে। সেবার তালকাটোরা (talkatora) স্টেডিয়ামে স্কুল ও কলেজ পড়ুয়াদের সঙ্গে কথা বলেছিলেন নরেন্দ্র মোদি। সেখানে সামনাসামনি উপস্থিত থেকে প্রশ্নোত্তর (interactive) পদ্ধতির মাধ্যমে আলোচনা হয়েছিল। চার নম্বর অনুষ্ঠানটি হয়েছিল ২০২১ সালে ১৭ এপ্রিলে। সেটি ভার্চুয়াল (virtual) পদ্ধতিতে হয়েছিল।  


আরও পড়ুন: কয়েক সেকেন্ডে বাজিমাত! রেললাইনে ঝাঁপিয়ে পড়া কিশোরকে ধাক্কা দিয়ে উদ্ধার পুলিশের


Education Loan Information:

Calculate Education Loan EMI