মুম্বই: একতা কাপুর বরাবরই প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের কাছের জন বলে পরিচিত ছিলেন। তিনিই সুশান্তকে ‘পবিত্র রিস্তা’ ধারাবাহিকে লঞ্চ করেন। তুমুল জনপ্রিয় সেই হিন্দি ধারাবাহিকে কাজ করার পর থেকে তাঁর চরিত্র ‘মানব দেশমুখ’ হিসেবেই সারা দেশের মানুষের কাছে পরিচিত হয়ে ওঠেন সুশান্ত। সেই স্মৃতিকে পাথেয় করে, অভিনেতার মৃত্যুর এক মাস পর পবিত্র রিস্তা ফান্ড গড়তে প্রয়াসী হয়েছেন একতা। জি-ফাইভ ইন্ডিয়ার সিইও তরুণ কাটিয়ালের সঙ্গে যৌথভাবে তৈরি তাঁর এই ফান্ড মানুষের মধ্যে মেন্টাল হেলথ অর্থাৎ মানসিক স্বাস্থ্যের ব্যাপারে সচেতনতা প্রসারের কাজ করবে বলে মনে করছেন তিনি।


এ ব্যাপারে একতা বলেন, গত দশ বছরে সময়ে অনেকটাই পাল্টে গিয়েছে। আগের চেয়ে জীবনে মানসিক চাপ এখন অনেকটাই বেড়েছে। আর করোনাভাইরাস অতিমারীতে ঘরবন্দি হয়ে থেকে মানুষের মধ্যে দুশ্চিন্তা, উৎকন্ঠা রোজ বাড়ছে। কাজকর্ম,বাড়িতে অশান্তি, কর্মহীন হওয়ার কারণে হোক, অনেকেরই মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটছে। পবিত্র রিস্তা ফান্ডের মধ্য দিয়ে মানসিকভাবে সুস্থ থাকার দিকগুলোই আমরা সকলকে জানাতে চাইব।