দীপক ঘোষ, কলকাতা: নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ পেয়ে প্রিয়ঙ্কা টিবরেওয়ালের জবাব চাইল নির্বাচন কমিশন। তৃণমূলের তরফে অভিযোগ করা হয়, কমিশনের বেঁধে দেওয়া নির্দিষ্ট সংখ্যক কর্মী, সমর্থকের তুলনায় অনেক বেশি লোক নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যান ভবানীপুর উপনির্বাচনের বিজেপি প্রার্থী। তার প্রেক্ষিতে প্রিয়ঙ্কা টিবরেওয়ালের কাছ থেকে ব্যাখ্যা চেয়েছে কমিশন। 


মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বেশি সংখ্যক লোক সঙ্গে নিয়ে গেছিলেন প্রিয়ঙ্কা। নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সংখ্যা মানেননি বিজেপি প্রার্থী, এমনটাই অভিযোগ। কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিল তৃণমূল। সেই অভিযোগের প্রেক্ষিতে প্রিয়ঙ্কা টিবরেওয়ালের কাছে ব্যাখ্যা চাইল কমিশন। 


এবিপি আনন্দকে বিজেপি প্রার্থী বলেন, "তৃণমূল আমার বিরুদ্ধে অভিযোগ করেছে বলেই নির্বাচন কমিশন নোটিস পাঠিয়েছে। বলা হয়েছে আমি অনেক লোক নিয়ে গিয়েছিলাম, কোভিড নিয়ম মানিনি। আমার যা বলার আমি বলব। আমার সঙ্গে সিকিউরিটির গাড়ি ছিল। শুভেন্দুদা একই গাড়িতে ছিলেন। বাকি নেতারা আমার সঙ্গে ছিলেন না। রাস্তায় যে গাড়ি চলছে সেই দায়িত্ব তো আমার নয়। কোনও গাড়িতে ফ্ল্যাগ ছিল না। বাইকে অনেকে ঘুরছিলেন তাঁরা কেউ আমার দায়িত্বে ছিলেন না। লোকজনকে কেন জড়ো হতে দিয়েছে পুলিশ? আমার নামে এসব বলে প্রচার বন্ধের চেষ্টা করছে তৃণমূল।"


আরও পড়ুন, ফল কী হতে চলেছে তা মানুষ জানে, চেতলায় প্রচারে নেমে বললেন প্রত্যয়ী ফিরহাদ


এদিকে, এদিন ভবানীপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের প্রচারের সময় প্রার্থীর সামনে মমতা বন্দ্যোপাধ্যায় ও জয় বাংলা স্লোগান দেওয়া হয়। যা নিয়ে উত্তেজনাও ছড়ায়। বৃষ্টিভেজা সকালে এদিন ভবানীপুরের যদুবাবুর বাজার থেকে প্রচার শুরু করেন প্রিয়ঙ্কা টিবরেওয়াল। 


দেবেন্দ্র ঘোষ রোডে প্রচার চলাকালীন স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রের সামনে কয়েকজন তৃণমূল সমর্থক তাঁকে দেখে মমতা বন্দ্যোপাধ্যায় ও জয় বাংলা স্লোগান দেন। পাশাপাশি, ঢাক-ঢোল, অটো নিয়ে প্রচারের অনুমতি নেই বলে বিজেপি প্রার্থীকে বাধা দেয় পুলিশ। বিজেপি প্রার্থীর কটাক্ষ, বাচ্চা মেয়ে হলে তাঁকে এত ভয় কেন?