Elon Musk on X Cyber Attack: সোমবার বারবার কাজ করা বন্ধ করে দিচ্ছিল ট্যুইটার। ইলন মাস্কের আমলে যা নাম বদলে হয়েছে X। এক বার নয়, বিশ্বের নানা প্রান্তে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কার্যকারিতা বিঘ্নিত হয়েছে বারবার। ইতিমধ্যেই এক্সের উপর সাইবার হানা নিয়ে সামনে এসেছে হাড়হিম তথ্য। জানা গিয়েছে, হ্যাকার গ্রুপ ডার্ক স্টর্ম টিম এক্স-এর উপর সাইবার হামলার দায় স্বীকার করেছে। কারা এই ডার্ক স্টর্ম টিম?অনেকেরই মনে থাকবে, গত বছরের ফেব্রুয়ারিতে, এই গ্রুপটিই অন্যান্য হ্যাকার গ্রুপের সঙ্গে মিলে আমেরিকার সান ফ্রান্সিসকো এবং লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরের সার্ভার হ্যাক করে ।  সোমবার (১০ মার্চ) ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (টুইটার) এর সার্ভার বেশ কয়েকবার ডাউন হয়ে যায়। এরপর তড়িঘড়ি বিবৃতি দেন ইলন মাস্ক। তিনি জানান, ভয়ঙ্কর সাইবার হামলার মুখে পড়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স। কুখ্যাত প্যালেস্তাইন  হ্যাকার গ্রুপ ডার্ক স্টর্ম টিম টেলিগ্রামে সাইবার হামলার  দায় স্বীকার করেছে। পরে অবশ্য তিনি নিশানা করেন ইউক্রেনকেও। আমেরিকার Department of Government Efficiency র  প্রধান ইলন মাস্ক দাবি করেছেন, এক্সের সার্ভার ডাউন করার নেপথ্যে রয়েছে সাইবার হানাদারদের হাত। মাস্কের দাবি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (Twitter) -এর কাজ স্তব্ধ হয়ে যাওয়ার পিছনে থাকতে পারে  ইউক্রেনের হাত। এক্সের উপর সাইবার আক্রমণ হয়েছে ইউক্রেন থেকে। 


সোমবার সারা বিশ্বে X-এর সার্ভার ডাউন হয়ে যায়। এক্স-এর সার্ভার সোমবার (১০ মার্চ ২০২৫) বারবার ডাউন হয়ে যায়। মাঝে মাঝে সার্ভার ঠিক হয়, আবার তা পরে ক্র্যাশ হয়ে যায়। ফক্স নিউজের সঙ্গে কথা বলতে গিয়ে ইলন মাস্ক বলেন, 'আমরা ঠিক জানি না কী হয়েছিল, কিন্তু এক্স সিস্টেমকে ডাউন করার জন্য ইউক্রেনের আইপি অ্যাড্রেস ব্যবহার করে সাইবার আক্রমণ করা হয়েছিল।' তবে মাস্ক জানান, এক্স এখন একদম ঠিকঠাক কাজ করছে।  কোনও সমস্যাই নেই। 


মাস্কের আশঙ্কা


এর আগেও এক্স পোস্টে ইলন মাস্ক সাইবার আক্রমণের আশঙ্কা করেছিলেন। বলেছিলেন, কোনও বিপজ্জনক গ্রুপ বা কোনও দেশের হাত থাকতে পারে এক্সের সার্ভার বসিয়ে দেওয়ার পিছনে।  তিনি লেখেন, 'এক্স-এ সাইবার আক্রমণ হয়েছে। প্রতিদিন এক্স-এ সাইবার আক্রমণ করা হচ্ছে, কিন্তু এবার ব্যাপকভাবে এক্স-কে টার্গেট করা হয়েছে। এটি কোনও বিপজ্জনক গ্রুপের কাজ নাকি কোনও দেশও এর সঙ্গে জড়িত, তা তদন্ত করা হচ্ছে।'


জেলেনেস্কিকে আক্রমণে মাস্ক


রাশিয়ার সঙ্গে যুদ্ধকে কেন্দ্র করে বারবার ইলন মাস্ক ইউক্রেনের রাষ্ট্রপতি ভোলোদিমির জেলেনেস্কির সমালোচনা করেছেন। মাস্ক ইউক্রেনের প্রেসিডেন্টকে স্বৈরাচারী শাসক বলে নিশানা করেন।  তিনি এমন মন্তব্যও করেন, আসলে ইউক্রেনের মানুষ জেলেনস্কিকে ঘৃণা করে। তিনি জেলেনস্কির উপর প্রমাণ ছাড়াই ইউক্রেনীয় সৈন্যদের লাশ থেকে টাকা উপার্জনের মতো  একটি বড় দুর্নীতির অভিযোগ আনেন। মাস্ক জেলেনেস্কির ছবি সম্বলিত ২০২২ সালের ভোগ ম্যাগাজিনের কভার ফটো শেয়ার করেও কটাক্ষ করেছিলেন।