Twitter: হত্যা করা হতে পারে ইলন মাস্ককে (Elon Musk)! এমনকি গুলিবিদ্ধও হতে পারেন তিনি! সম্প্রতি এমন চাঞ্চল্যকর দাবি করেছেন ট্যুইটারের (Twitter) নতুন মালিক ইলন মাস্ক। জনপ্রিয় মাইক্রোব্লগিং মাধ্যমের সিইও- র দাবি তাঁর সঙ্গে খুব খারাপ কিছু হতে পারে। গুলিবিদ্ধ হয়েও মৃত্যু হতে পারে তাঁর, এটাও অসম্ভব নয় বলেই দাবি করেছেন তিনি। সম্প্রতি Twitter Spaces- এ একটি দু'ঘণ্টার অডিয়ো চ্যাটে অংশ নিয়েছিলেন ধনকুবের মাস্ক। সেখানেই নিজের বক্তব্য রাখার সময় ট্যুইটারের নতুন মালিক জানিয়েছেন, তিনি কোনওভাবেই open-air car parade করবেন না। ইলন মাস্কের কথায়, তাঁর সঙ্গে কোনও কিছু খারাপ ঘটে যাওয়া, কিংবা তিনি গুলিবিদ্ধ হওয়া, খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু হঠাৎ কেন প্রাণ সংশয়ের আশঙ্কা করছেন ইলন মাস্ক? তাহলে কি তিনি কোনও হুমকি পেয়েছেন? এইসব প্রশ্ন আমজনতার মনে ঘুরলেও কোনও সদুত্তর পাওয়া যায়নি এখনও। ইলন মাস্ক আরও বলেছেন যে, কাউকে মেরে ফেলতে চাইলে সেটা এমন কোনও কঠিন ব্যাপার নয়। তবে তিনি আশা করেন এমনটা হবে না। কিন্তু আশঙ্কা যে থেকেই যাচ্ছে সেকথাও বারবার বলেছেন ইলন মাস্ক। 


এই আলোচনার পরবর্তী পর্যায়ে টেসলা এবং স্পেস এক্স কোম্পানির সিইও ট্যুইটারের 'ফ্রি স্পিচ' অর্থাৎ ইউজারদের বাক-স্বাধীনতা নিয়ে কথা বলেছেন। সেই সঙ্গে আগামী দিনে ট্যুইটার নিয়ে তাঁর কী কী পরিকল্পনা রয়েছে সেকথাও তিনি জানিয়ছেন। আগামী দিনে ইউজাররা যাতে ট্যুইটারের মাধ্যমে নিজেদের মনের সব কথা মনখুলে নির্ভয়ে বলতে পারেন, কোনওভাবেই যেন কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করা না হয়, সেই লক্ষ্যই রয়েছে নতুন ট্যুইটারের, একথা বারবার বলেছেন ইলন মাস্ক। সেই সঙ্গে তিনি সতর্কবার্তাও দিয়েছেন এবং বলেছেন, একজন ইউজার যতক্ষণ পর্যন্ত অন্য কাউকে আঘাত না দিয়ে কথা বলবেন, ততক্ষণ পর্যন্ত তাঁকে বাক-স্বাধীনতা দেওয়া হবে। 


ট্যুইটার ফিচার


ট্যুইটারের (Twitter) নতুন মালিক ইলন মাস্ক (Elon Musk) দায়িত্ব নেওয়ার পরই ঘোষণা করেছিলেন যে জনপ্রিয় এই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মের নিয়ম কানুনে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। ইতিমধ্যেই তা শুরু হয়ে গিয়েছে। এবার ট্যুইটারের একটি নতুন ফিচারের কথা প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, ইউজাররা এবার থেকে সেইসব অ্যাকাউন্টের ট্যুইটও দেখতে পাবেন যেই অ্যাকাউন্ট তাঁরা ফলো করে রাখেননি। অর্থাৎ ট্যুইটার তার রেকমেন্ডেশন ফিচার আরও বিস্তার করছে। আগে যেসব ইউজার এই ফিচার এড়িয়ে চলতেন এবার আর এড়ানোর উপায় নেই। পছন্দ না হলেও অন্য অ্যাকাউন্টের ট্যুইট দেখতে হবে। মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মের তরফে বিবৃতিতে জানানো হয়েছে কর্তৃপক্ষ চায় সমস্ত ইউজার যেন সব গুরুত্বপূর্ণ ট্যুইট দেখতে পান। আর সেই স্বার্থেই এবার থেকে ফলো না করা ট্যুইটার হ্যান্ডেলের ট্যুইটও দেখতে হবে ইউজারকে। 


আরও পড়ুন- ভারতে হাজির ভিভোর নতুন ফোন, দাম ১০ হাজারেরও কম, কী কী ফিচার রয়েছে?