শ্রীনগর: কাশ্মীরে জঙ্গি তৎপরতা এবং নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে সংঘর্ষ অব্যাহত। আজ ভোর রাত্তিরে অনন্তনাগ জেলায় সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে জনা তিনেক জঙ্গিকে কোণঠাসা করা গিয়েছে বলে জানা যাচ্ছে।


কাশ্মীরে রাজ্য পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন গোপন সূত্রে তাঁরা খবর পেয়েছিলেন যে অনন্তনাগ জেলার শ্রীগুফওয়াড়া এলাকায় গা ঢাকা দিয়ে রয়েছে কয়েকজন সশস্ত্র জঙ্গি। এই খবরের ভিত্তিতেই ভোররাতে অতর্কিতে এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। কাশ্মীর পুলিশ, রাষ্ট্রীয় রাইফেলসের তৃতীয় ব্যাটেলিয়ন এবং সিআরপিএফ একযোগে অভিযানে শামিল হয়। সেনা জানিয়েছে, কাশ্মীর উপত্যকাকে জঙ্গি মুক্ত করতে কেন্দ্র যে অপারেশন অল আউট মিশন নিয়েছে তারই অঙ্গ হিসেবে এদিনের অভিযান চলছে।

এই অভিযানের আওতাতেই সাম্প্রতিক সময়ে উপত্যকার বেশ কিছু জায়গায় জঙ্গিদের তাড়া করেছে সেনা, গুলির লড়াই চালানো হয়েছে। বাড়ানো হয়েছে সীমান্তে নজরদারি, যাতে জঙ্গি অনুপ্রবেশ না ঘটে।