গাঁধীনগর: যেন বজরঙ্গী ভাইজান। তবে এখানে কোনও মেয়ের বাড়ি পৌঁছনোর জন্য নয়, বরং বাড়ি খোঁজার জন্য এক তরুণ পাকিস্তান যাওয়ার চেষ্টা করছিলেন। গুজরাতের কচ্ছের রাণ থেকে তাঁকে গ্রেফতার করেছে বিএসএফ।
গ্রেফতার তরুণের নাম জিশান মহম্মদ সিদ্দিকি, বাড়ি মহারাষ্ট্রের ওসমানাবাদ শরের খাজানগরে, বয়স বছর ২০। ইঞ্জিনিয়ারিং পড়ুয়া জিশানের সঙ্গে মাসকয়েক আগে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের এক মহিলার আলাপ হয়। লকডাউনে ট্রেন বাস বন্ধ থাকায় ১১ তারিখ মোটর সাইকেলে করে বান্ধবীর বাড়ি রওনা দেন তিনি। ছেলে আচমকা নিখোঁজ হয়ে যেতে বাড়ির লোক ওসমানাবাদ পুলিশে খবর দেন। জিশানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ঘেঁটে পুলিশ জানতে পারে, তিনি পাকিস্তান রওনা দিয়েছেন করাচির একটি মেয়ের সঙ্গে দেখা করতে।
তাঁর মোবাইল ফোন রেকর্ড থেকে পুলিশের সাইবার উইং জানতে পারে, তিনি গুজরাতের কচ্ছে। তারা তখন যোগাযোগ করে গুজরাত পুলিশের সঙ্গে। খবর যায় বিএসএফের কাছে। বৃহস্পতিবার সন্ধেয় কচ্ছের রাণের ধোলাভীরা গ্রামের কাছে মহারাষ্ট্রের রেজিস্ট্রেশন নম্বর যুক্ত একটি পরিত্যক্ত মোটর সাইকেল পাওয়া যায়। রাতে পাকিস্তান সীমান্ত থেকে কিলোমিটার দেড়ের দূরে তাঁকে গ্রেফতার করে বিএসএফ। জিশান ধু ধু রাণের মধ্যে উদভ্রান্তের মত পায়ে হেঁটে ঘুরছিলেন। জিশান তাদের জানিয়েছেন, তিনি করাচি যেতে চাইছিলেন, নেভিগেশনের জন্য ব্যবহার করেন গুগল ম্যাপ। ইচ্ছে ছিল, কচ্ছের রাণে সীমান্ত পেরিয়ে পাকিস্তান ঢুকবেন। কিন্তু বালিতে তাঁর মোটর সাইকেলের চাকা আটকে যায়। তাই হেঁটেই রওনা দেন তিনি। প্রচণ্ড তৃষ্ণায় রাণের মধ্যে ঘণ্টাদুয়েক অজ্ঞান অবস্থায় ছিলেন বলেও জিশান জানিয়েছেন।
তাঁকে স্থানীয় পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ। তাঁকে ফিরিয়ে আনতে ওসমানাবাদ পুলিশ গুজরাত রওনা দিয়েছে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
আলাপ সোশ্যাল মিডিয়ায়, বান্ধবীর সঙ্গে দেখা করতে পায়ে হেঁটে পাকিস্তান যাওয়ার চেষ্টা, তরুণ গ্রেফতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Jul 2020 08:45 AM (IST)
তাঁকে স্থানীয় পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ। তাঁকে ফিরিয়ে আনতে ওসমানাবাদ পুলিশ গুজরাত রওনা দিয়েছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -