নয়াদিল্লি: ধর্ষণের অভিযোগ উঠল শিল্পপতি সজ্জন জিন্দলের (Sajjan Jindal) বিরুদ্ধে। ইতিমধ্যে ধর্ষণ ও হুমকির অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে মুম্বই পুলিশ। (police) স্থানীয় আদালতের নির্দেশে ১৩ ডিসেম্বর মামলাটি দায়ের করা হয়। অভিযুক্ত শিল্পপতির বক্তব্য, সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। তবে তদন্তে তিনি সম্পূর্ণ সহযোগিতা করবেন, বিবৃতি দিয়ে জানান জেএসডব্লু গ্রুপের (JSW Group) ম্যানেজিং ডিরেক্টর।


কী জানা গেল?
যেহেতু বিষয়টি নিয়ে তদন্ত চলছে তাই বিবৃতিতে এর বেশি কিছু বলা হবে না, একথা জানিয়ে দেওয়া হয়। তবে সূত্রের খবর, শিল্পপতির বিরুদ্ধে বিকেসি পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগকারিণী জানিয়েছিলেন,২০২২ সালের জানুয়ারি মাসে বান্দ্রা কুরলা কমপ্লেক্সে, সংস্থার সদর দফতরের উপরে, পেন্টহাউসে ঘটনাটি ঘটে। অভিযোগকারিণীর আরও বক্তব্য, এই নিয়ে চলতি বছরের গোড়ার দিকে অভিযোগ জানাতে এলে প্রথমে বিকেসি পুলিশ স্টেশন আমল দেয়নি। বাধ্য হয়ে তিনি আদালতের দ্বারস্থ হন। কোর্ট নির্দেশ দেওয়ার পরই অভিযোগ রুজু করে পুলিশ। 
তদন্তকারীদের বক্তব্য, অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ নম্বর ধারা (ধর্ষণ), ৩৫৪ নম্বর ধারা (মহিলার সম্মানহানির জন্য অত্যাচার বা ক্ষমতার অপরাধমূলক ব্যবহার) এবং ৫০৬ নম্বর ধারায় (ভয় দেখানো) মামলা দায়ের হয়েছে। তদন্ত চলছে।


অভিযোগ...
শিল্পপতির সঙ্গে তাঁর প্রথম আলাপ হয়েছিল ২০২১ সালের অক্টোবরে, জানিয়েছেন অভিযোগকারিণী। একটি ম্যাচ দেখতে গিয়ে ভিআইপি বক্সে পাশাপাশি বসেছিলেন তাঁরা। এর পর তাঁদের দেখা হয়, এক সাংসদের ছেলের বিয়ের অনুষ্ঠানে। সেই সময় থেকেই ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা শুরু করেন সজ্জন জিন্দল, অভিযোগ তাঁর। শুধু তাই নয়। অভিযোগকারিণীর বক্তব্য, প্রথম বার যখন একান্তে  দেখা হয়েছিল, তখন নিজের বৈবাহিক জীবনের সমস্যার কথাও তাঁকে বলেছিলেন শিল্পপতি। বিষয়টি নিয়ে অত্যন্ত অস্বস্তিতে পড়েন অভিযোগকারিণী। 
পুলিশে যে অভিযোগ করা হয়েছে, তাতে দাবি করা হয়, বিবাহিত হওয়া সত্ত্বেও তাঁর প্রতি নিজের আবেগের কথা বলতে শুরু করেন সজ্জন জিন্দল। ঘনিষ্ঠ হতে চান বলেও অভিযোগ। কিন্তু এসবই বিয়ের পর সম্ভব, স্পষ্ট জানিয়ে দেন অভিযোগকারিণী। এর পর, ২০২২ সালের জানুয়ারি মাসে তাঁকে 'ধর্ষণ' করা হয় বলে অভিযোগ। ঘটনার দিন সংস্থার সদর দফতরে একটি মিটিংয়ে গিয়েছিলেন অভিযোগকারিণী। সেখান থেকেই তাঁকে দফতরের পেন্টহাউসে নিয়ে যান শিল্পপতি, এমনই দাবি। এর পরও তাঁর সঙ্গে সুষ্ঠু যোগাযোগ রাখার চেষ্টা করেছিলেন যুবতী। কিন্তু অভিযুক্ত নিজেই রাখেননি। এমনকি, তাঁকে হুমকিও দেন বলে শোনা যাচ্ছে। 


আরও পড়ুন:মুম্বইয়ের হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেত্রী তনুজা