নয়া দিল্লি : চাকরি বা সংস্থা বদলের পর প্রভিডেন্ট ফান্ডের টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করা গুরুত্বপূর্ণ। পিএফ অ্য়াকাউন্ট থেকে যদি টাকা তুলতে চান বা পিএফের টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান, তাহলে এই খবরটি পড়ুন...
এমন অনেক সময়ই হয় যখন দেখা যায় যে কেউ চাকরি ছাড়ার পর সংশ্লিষ্ট সংস্থা EPFO সিস্টেমে ওই কর্মীর কাজের শেষদিনটি উল্লেখ করতে ভুলে গেছে। যে কারণে পরে পিএফ ব্যালেন্স ট্রান্সফার করতে অনেকেই সমস্যায় পড়েন। তাছাড়া চাকরি পরিবর্তনের পর আমরা পিএফ অ্যাকাউন্ট ট্রান্সফার করতেও ভুলে যাই।
আগে শুধুমাত্র সংশ্লিষ্ট সংস্থা কোনও কর্মীর চাকরিতে যোগদানের বা প্রস্থানের তারিখ উল্লেখ করতে পারত। তাছাড়া EPF থেকে টাকা তোলা বা ট্রান্সফার করতেও সমস্যা হত। পুরনো সংস্থার তরফে আপডেট না হওয়ার কারণে। কিন্তু, এখনও EPFO এই প্রক্রিয়াকে সদস্যদের জন্য সহজ করে তুলেছে।
এখন কর্মীরা নিজেরাই চাকরি ছাড়ার তারিখ উল্লেখ করতে পারবেন
EPFO সিস্টেমে গিয়ে এখন চাকরিতে যোগ দেওয়া ও ছাড়ার তারিখের এন্ট্রি করতে পারবেন সদস্য নিজেই। এ জন্য সংশ্লিষ্ট সংস্থার উপর নির্ভরও করতে হবে না। নতুন এই ব্যবস্থার জেরে, টাকা তোলা ও ট্রান্সফার করা এখন আরও সহজ হয়ে গেছে। পিএফ অ্যাকাউন্টে 'Date of Exit'-এর এন্ট্রি করা খুবই সহজ একটি প্রক্রিয়া। বাড়িতে বসেই অনলাইনে তা করতে পারবেন।
এক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে যে, একবার কোনও তারিখের এন্ট্রি হয়ে গেলে আর সেটা এডিট করা যাবে না। কোনও সংস্থার চাকরি ছাড়ার পর, এক্সিট ডেট এন্ট্রি করার জন্য আপনাকে দুই মাস অপেক্ষা করতে হবে। কারণ, কর্তৃপক্ষের তরফে পিএফ অ্যাকাউন্টে শেষ কন্ট্রিবিউশন হওয়ার পরই এটা আপডেট হয়।
ইপিএফও-য় কীভাবে চাকরি ছাড়ার তারিখ এন্ট্রি করবেন ?
প্রথম ধাপ : unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface-এ ভিজিট করুন
দ্বিতীয় ধাপ : লগইন করার জন্য UAN, পাসওয়ার্ড ও ক্যাপচা কোড দিন
তৃতীয় ধাপ : নতুন একটি পেজ খুলে যাবে। টপে থাকা 'Manage'-অপশনে ক্লিক করুন
চতুর্থ ধাপ : Mark Exit-এ ক্লিক করুন
পঞ্চম ধাপ : নিচে Select Employment দেখতে পাবেন। পুরনো পিএফ অ্যাকাউন্ট নম্বর সিলেক্ট করুন যেটা UAN-এর সঙ্গে যুক্ত
ষষ্ঠ ধাপ : এখানে অ্যাকাউন্ট ও কাজের বিস্তারিত উল্লেখ থাকবে
সপ্তম ধাপ : এর পর তারিখ ও কাজ ছাড়ার কারণ জানান। এখানে অবসর, শর্ট সার্ভিস-এর মতো অপশন থাকবে
অষ্টম ধাপ : 'Request OTP'-তে ক্লিক করুন
নবম ধাপ : এবার ওটিপি দিন। চেক বক্সে ক্লিক করুন
দশম ধাপ : আপডেট ও ওকে-তে ক্লিক করুন।