নয়াদিল্লি: এবার জেল থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) নিয়ে প্রশ্ন তুললেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আপ নেতা মণীশ সিসোদিয়া (Manish Sisodia)। খোলা চিঠিতে (Open Letter) বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর জোরাল অভিমত, দেশের সর্বোচ্চ প্রশাসনিক প্রধানের পদে শিক্ষিত কারও থাকা উচিত।
কী বললেন সিসোদিয়া?
বিজেপি ও আম আদমি পার্টির মধ্যে সংঘাতের পারদ এমনিতেই চড়ে রয়েছে। ফেব্রুয়ারিতে আবগারি মামলায় সিসোদিয়াকে গ্রেফতার করা হলে তুঙ্গে ওঠে বিরোধ। এদিন সিসোদিয়ার লেখা খোলা চিঠি নিজের ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করেন দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
প্রাক্তন উপমুখ্যমন্ত্রী কী লিখেছেন তাতে? গোটা বিশ্ব যেখানে বিজ্ঞান ও প্রযুক্তিক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, সেখানে প্রধানমন্ত্রী ড্রেন থেকে পাওয়া গ্যাস চা বানাতে ব্যবহার করতে বলছেন, এমনই তুলে ধরেছেন সিসোদিয়া। এতেই শেষ নয়। 'যে বিমানগুলি মেঘের উপর দিয়ে উড়তে পারে, তারা রেডারের নজরদারি এড়িয়ে যায়', প্রধানমন্ত্রীর এই জাতীয় মন্তব্যও তাঁকে হাস্যস্পদ করেছে বলে মনে করেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। তাঁর লেখায়, 'স্কুল-কলেজের পড়ুয়ারাও ওঁকে নিয়ে হাসাহাসি করে।'
আর কী?
গ্রেফতারির আগে রাজধানীর শিক্ষামন্ত্রীর দায়িত্বও সামলেছেন মণীশ সিসোদিয়া। তাঁর মতে, প্রধানমন্ত্রীর এই ধরনের মন্তব্য বিপজ্জনক। 'গোটা বিশ্বের মানুষ জানতে পারেন ভারতের প্রধানমন্ত্রীর শিক্ষার অভাব রয়েছে। এমনকি বিজ্ঞানের সাধারণ পাঠটুকুও নেই। ' এর পরেই তাঁর প্রশ্ন, অল্পশিক্ষিত কোনও প্রধানমন্ত্রী দেশের উচ্চাকাঙ্খী যুবসমাজের স্বপ্ন সফল করতে পারেন কি? সঙ্গে জানিয়েছেন, গোটা দেশে অন্তত ৬০ হাজার স্কুল এর মধ্যেই বন্ধ হয়ে গিয়েছে। তাঁর মতে, 'দিল্লির মতো বাকি জায়গাতেও যদি সরকারি স্কুলের মানোন্নয়ন করা হত, তা হলে অভিভাবকরা বেসরকারি জায়গা থেকে পড়ুয়াদের সরিয়ে নিয়ে সরকারি স্কুলেই পড়াতেন।' চিঠিতে সিসোদিয়ার আরও অভিযোগ, শিক্ষা যে কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকার নয় সেটি এখান থেকেই স্পষ্ট। পাল্টা দিয়েছে বিজেপিও। দিল্লিতে বিজেপির মুখপাত্র শঙ্কর কাপুরের দাবি, গত আট বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনে ভারত যতটা এগিয়েছে, কংগ্রেসের এক দশকের শাসনে ততটা এগোতে পারেনি। পাশাপাশি দুর্নীতির অভিযোগে আপকেও বিঁধেছেন বিজেপি নেতা।
আরও পড়ুন:গত ২৪ ঘণ্টায় দেশে নতুন কোভিড আক্রান্ত ৬০৫০! ফের কেন বাড়ছে কোভিড গ্রাফ?