জয়পুর: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়ার জন্য বিশেষ সোনারুপোর বাসন তৈরি হয়েছে রাজস্থানের জয়পুরে। নাম দ্য ট্রাম্প কালেকশন।
এক্সক্লুসিভ এই বাসন তৈরির দায়িত্ব পান জয়পুরের কাটলারি ডিজাইনার অরুণ পাবুওয়াল। তিনি জানিয়েছেন, ট্রাম্প কালেকশনে নতুন কিছু ডিজাইন রয়েছে। যখন বারাক ওবামা মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন ২০১০ ও ২০১৫-য় ভারতে আসেন, তখনও এমন বিশেষ বাসনপত্র তৈরি হয়েছিল তাঁর জন্য। এ নিয়ে তৃতীয়বার ভারত সফররত মার্কিন প্রেসিডেন্টদের জন্য বাসন তৈরির দায়িত্ব পেলেন তিনি।
পাবুওয়াল জানিয়েছেন, ৩ সপ্তাহ আগে এই বাসন তৈরির অর্ডার পান তাঁরা। বাসন তৈরিতে লৌহজাতীয় কিছু ব্যবহার হয়নি, ব্যবহার হয়েছে তামা আর পেতল। তারপর তা মুড়ে দেওয়া হয়েছে সোনা আর রুপো দিয়ে। ভারতে আসা প্রত্যেক মার্কিন প্রেসিডেন্টের জন্যই তাঁদের নতুন কিছু ডিজাইন থাকে। ট্রাম্প যখন দিল্লিতে থাকবেন তখনই সম্ভবত তাঁর তৈরি বাসন ব্যবহার করা হবে।
২ দিনের সফরে আজ ভারত আসছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁকে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মার্কিন প্রেসিডেন্টের জন্য তৈরি হয়েছে এক্সক্লুসিভ সোনারুপোর বাসন, নাম দ্য ট্রাম্প কালেকশন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Feb 2020 08:17 AM (IST)
বাসন তৈরিতে লৌহজাতীয় কিছু ব্যবহার হয়নি, ব্যবহার হয়েছে তামা আর পেতল। তারপর তা মুড়ে দেওয়া হয়েছে সোনা আর রুপো দিয়ে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -