নয়াদিল্লি: নতুন অস্বস্তিতে মহুয়া মৈত্র? পিটিআই সূত্রে খবর, বৈদেশিক মুদ্রা সংক্রান্ত আইন (FEMA) ভাঙার মামলায় তাঁকে সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED Summons Mahua Moitra)। আগামী ১৯ ফেব্রুয়ারি, কেন্দ্রীয় এজেন্সির নয়াদিল্লির দফতরে তাঁকে হাজির হতে বলা হয়েছে বলেও পিটিআইয়ের দাবি। যদিও বৃহস্পতিবার এবিপি আনন্দকে মহুয়া মৈত্র জানান, এই ধরনের কোনও নোটিস তিনি পাননি।


বিশদ...
পিটিআইয়ের অবশ্য দাবি, হাজিরার পর ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট বা FEMA-র আওতায় তাঁর বয়ান করা হবে। লোকপালের সুপারিশের ভিত্তিতে ইতিমধ্যে বহিষ্কৃত তৃণমূল সাংসদের বিরুদ্ধে একটি তদন্ত চালাচ্ছে সিবিআই। তার উপর এই নতুন সমন। যদিও মহুয়ার দাবি, এমন কোনও নোটিস তাঁর হাতে আসেনি।


প্রেক্ষাপট...
'ক্যাশ ফর কোয়েশ্চেন' কাণ্ডে মহুয়ার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, তা নিয়ে অতীতে বিপুল আলোড়ন তৈরি হয়।বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ করেছিলেন,  ব্যবসায়ী দর্শন হিরানন্দানির থেকে উপহারের বদলে সংসদে আদানি গোষ্ঠী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে প্রশ্ন করেন মহুয়া। জাতীয় নিরাপত্তার সঙ্গে আপসেরও অভিযোগ ছিল তাঁক বিরুদ্ধে। যদিও তিনি কখনও এই অভিযোগ মানতে চাননি। বরং মহুয়ার বক্তব্য ছিল. আদানি গোষ্ঠীকে নিয়ে প্রশ্ন করাতেই তাঁকে নিশানা করা হচ্ছে। এই নিয়ে তীব্র টানাপড়েনের মধ্যে গত নভেম্বরে,  তাঁর সাংসদ পদ বাতিলের খসড়া রিপোর্টে সিলমোহর দেয় সংসদের নীতি কমিটি। তাঁকে লোকসভা থেকে বহিষ্কারের পক্ষে ভোট দেন ছ'জন সাংসদ,বিরুদ্ধে ভোট দিয়েছিলেন চার জন। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে নীতি কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকর বলেন, "মহুয়া মৈত্রের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে একটি খসড়া রিপোর্ট তৈরি করে নীতি কমিটি।  বৈঠকে খসড়া প্রস্তুত করা হয়। ছয় সদস্য তাতে সমর্থন জানান, বিরোধিতা করেন চার সাংসদ।"যদিও নীতি কমিটির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন বহুজন সমাজ পার্টির সাংসদ, তথা নীতি কমিটির সদস্য দানিশ আলি। তিনি বলেন, "...লাগাতার ধারা ২৭৫ নলঙ্ঘন করে চলেছেন নীতি কমিটির চেয়ারপার্সন। আমরা শুধু একটাই কথা বলতে পারি, অন্যায়ের বিরুদ্ধে সরব হয়েছি, আগামী দিনেও তাই করব। আমাদের ভয় দেখিয়ে লাভ নেই।" বিতর্ক ও সমালোচনার মাঝে, গত ডিসেম্বরে, লোকসভা থেকে বহিষ্কার করা হয় মহুয়া মৈত্রকে। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছেন তিনি। মামলার শুনানি এখনও বাকি। এর মধ্যে ইডি-র সমনের খবর।


 


আরও পড়ুন:বাদ গেল ইন্দিরা গাঁধী, নার্গিসের নাম, পরিবর্তনের হাওয়া জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও