কাশ্মীর : জম্মুতে বিস্ফোরণ। ভারতীয় বায়ুসেনা পরিচালিত সাতওয়ারি বায়ুসেনা স্টেশনে বিস্ফোরণ ঘটে। রাত ২টো নাগাদ পরপর দু’বার বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনায় দুই জন জখম হয়েছেন। পুলিশ জানিয়েছে, তারা বায়ুসেনার এফআইআরের জন্য অপেক্ষা করছিল।
ঘটনায় ড্রোন হামলার সম্ভাবনা নিয়ে জল্পনার মধ্য়েই সহকারী বায়ুসেনা প্রধান এইচএস অরোরার সঙ্গে ফোনে কথা বলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মন্ত্রকের আধিকারিকরা জানান, এয়ার মার্শাল বিক্রম সিংহ তদন্তের জন্য জম্মু যাচ্ছেন। এর মাঝেই বায়ুসেনার বিশেষ বিমানে চেপে নয়াদিল্লি থেকে লাদাখ যান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিন দিনের সফরে লাদাখ গিয়েছেন তিনি ।
জানা গেছে, জম্মু বিমানবন্দরের রানওয়ে ও এয়ার ট্রাফিক কন্ট্রোল ভারতী বায়ুসেনার অধীনে রয়েছে। যাত্রীবাহী উড়ানও এখান থেকে অপারেট হয়। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বম্ব ডিসপোজাল স্কোয়াড, ফরেন্সিক দল। পরে ঘটনাস্থানে যায় এনআইএ। এখনও বিস্ফোরণের কোনও কারণ জানা যায়নি।
তবে এর পিছনে জঙ্গি-যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআইয়ের খবর, দুটি ড্রোনের মাধ্যমে জোড়া বিস্ফোরণ ঘটানো হয়েছে। সূত্রের খবর, যুদ্ধবিমানগুলিকেই নিশানা করা হয়েছিল।
এদিকে জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, নারওয়াল এলাকা থেকে এক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে পাঁচ কেজি আইইডি। তদন্ত চলছে। বায়ুসেনা সূত্রে খবর, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বাড়ির ছাদ। আরেকটি বিস্ফোরণ হয়েছে খোলা জায়গায়। ঘটনার তদন্ত শুরু করেছে বায়ুসেনা।
ঘটনা নিয়ে প্রাক্তন সেনাকর্তা কর্নেল পৃথ্বীরঞ্জন দাস বলেন, "বিধানসভা নির্বাচনকে প্রভাবিত করার জন্যই এই বিস্ফোরণ ঘটনো হয়েছে কিনা সে সম্বন্ধে বলা এখন মুশকিল। এখন লাইন অফ কন্ট্রোলের দিক থেকে মোটামুটি অনুপ্রবেশ বন্ধ হয়ে গেছে। ২০০-র মতো জঙ্গি বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে। কিছু জঙ্গি তাই লো-ইনটেনসিটি বিস্ফোরণগুলো ঘটাচ্ছে। কিন্তু এতে লাভ হবে না। কারণ সেনাবাহিনীর জওয়ানরা খুঁজে খুঁজে বের করছেন কোথায় কোথায় জঙ্গিরা লুকিয়ে আছে। এয়ারপোর্টের কাছে এই বিস্ফোরণ খুব গুরুত্বপূর্ণভাবে দেখা হবে। ব্যবস্থাও নেওয়া হবে।"
এই নিয়ে প্রাক্তন সেনাকর্তা তথা ব্রিগেডিয়ার দেবাশিস দাস বলেন, "আমার মনে হয় জম্মু-কাশ্মীরের নির্বাচনকে প্রভাবিত করার জন্য কয়েকজন বিচ্ছিন্নতাবাদী মনোভাবের লোকজন এই ঘটনা ঘটিয়েছে।"