স্যান ফ্রান্সিসকো : অলিম্পিক্সের আনন্দ উপভোগ করতে পারবেন ফেসবুকের প্ল্যাটফর্মে। কিছু নির্দিষ্ট দেশেই এই সুযোগ করে দিয়েছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ফেসবুক ছাড়াও ইনস্টাগ্রামে ইভেন্টের হাইলাইটস দেখতে পাবেন ক্রীড়াপ্রেমীরা।


ফেসবুকের তরফে জানানো হয়েছে, কিছু নির্দিষ্ট দেশে তাদের প্ল্যাটফর্মে অলিম্পিক্সের হাইলাইট দেখতে পাবেন দর্শকরা। অলিম্পিক্স চলাকালীন প্লেয়ারদের প্রোফাইল, ইন্টারভিউ দেখা যাবে অফিসিয়াল অলিম্পিক্স ব্রডকাস্টারদের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে। কোম্পানি জানিয়েছে, ভারত, রাশিয়া, আফ্রিকার কিছু অংশ, ল্যাটিন আমেরিকাতে অলিম্পিক্সের বাছাই অংশ দেখতে পাবে ফ্যানেরা। ফেসবুকের অফিসিয়াল পেজেই এই সব ভিডিয়ো দেখা যাবে। 


ফেসবুকে অলিম্পিক্সের হাইলাইট ছাড়াও দল ও অ্যাথলিটদের মতামত, অলিম্পিক্সের ইতিহাস সম্পর্কে জানা যাবে। এ ছাড়াও থাকছে জয়-পরাজয় নিয়ে অ্যাথলিটদের মতামত। কোম্পানি জানিয়েছে, 'অগমেন্টেড রিয়ালিটি'র মাধ্যমে এফেক্টস তৈরি করা হবে ইনস্টাগ্রামে। এর মাধ্যমে অনন্য অভিজ্ঞতা হবে অলিম্পিক্স ফ্যানদের।


এখানেই শেষ হচ্ছে না ফেসবুকের আসর। অলিম্পিক্স ভিলেজে কীভাবে অ্যাথলিটরা প্রস্তুতি নিচ্ছেন তাও দেখানো হবে গ্রাহকদের। ইতিমধ্যেই অফিসিয়াল অলিম্পিক্সের চ্যাটবট হোয়াটসঅ্যাপে চলে এসেছে। এই চ্যাটবটের মাধ্যমে অলিম্পিক্স গেমের সূচি, স্থানীয় সময় অনুযায়ী কখন খেলা দেখানো হবে তা জানানো হচ্ছে। সঙ্গে দেওয়া হচ্ছে প্রতিদিনের অলিম্পিক্স ট্যালি। কোন দেশ কটা মেডেল পেল তা জানতে পারছেন গ্রাহকরা। 


এই চ্যাটবটের মধ্যে অলিম্পিক্সকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে বহু অফিসিয়াল স্টিকার। তা ছাড়াও থাকছে গ্র্যান্ড ইভেন্ট নিয়ে বিভিন্ন ক্যুইজ। যাতে অংশগ্রহণ করতে পারবেন অলিম্পিক্স ফ্যানরা। টোকিওর অলিম্পিক্স পরিস্থিতি বলছে, বুধবার টেলিভিশনের পর্দায় নজর থাকবে ভারতীয়দের। আগামীকাল টোকিও অলিম্পিক্সে মহিলাদের হকি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ভারতের অভিযান। সকাল সাড়ে ছটা থেকে শুরু হবে ভারতীয় মহিলা দলের সঙ্গে গ্রেট ব্রিটেনের ম্যাচ। 


ভারতের বর্তমান পদক জয়ের আশায় সকাল সাড়ে সাতটায় বুক বাঁধবে দেশবাসী। কারণ, ব্যাডমিন্টনে নামছেন পদক জয়ের অন্যতম দাবিদার পি ভি সিন্ধু। মহিলা সিঙ্গলসের গ্রুপ পর্বের ম্যাচে সিন্ধুর প্রতিপক্ষ হংকংয়ের নান ই চেয়ুং। প্রথম ম্যাচ মাত্র ২৯ মিনিটে জিতে নেওয়ার পর দ্বিতীয় ম্যাচেও ফেভারিট হিসাবেই নামবেন ভারতীয় শাটলার। দুপুর আড়াইটেয় পুরুষ সিঙ্গলসের গ্রুপ পর্বের ম্যাচে নেদারল্যান্ডসের ভি মার্ক কালঝাওয়ের বিরুদ্ধে নামছেন বি সাই প্রণীথ।