কলকাতা: কোম্পানির নাম পরিবর্তন করে ফেসবুক হয়েছে মেটা। আর এই নাম পরিবর্তন নিয়ে ভিন্ন মত নেটিজেনদের। কেউ বলছেন ফেসবুক বলেই পরিচিতি থাকবে। কেউ আবার স্বাগত জানিয়েছেন সংস্থার এই সিদ্ধান্তকে। সংস্থার সিইও মার্ক জুকেরবার্গ নতুন নাম ঘোষণার পরই সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং হয় হ্যাশট্যাগ ডিলিট ফেসবুক (#DeleteFacebook)। এই হ্যাশট্যাগ দিয়ে অনেকেই লিখেছেন এই কাজের অংশই হতে চান না। 


গতকাল জুকেরবার্গ এই ঘোষণা করতেই তাঁর উপর ক্ষোভ উগরে দেন নেটিজেনদের একাংশ। হ্যাশট্যাগ ডিলিট ফেসবুক (#DeleteFacebook) দিয়ে এক নেটিজেন লিখেছেন, "আপনি পারমাণবিক অস্ত্রের চেয়ে অনেক বেশি বিপজ্জনক। শুধুমাত্র লাভের চিন্তা করেন। সারা বিশ্ব কোনদিকে ঘুরছে সেটা আপনি জানেন।''







 


নাম পরিবর্তন নিয়ে আরেক নেটিজেন লিখেছেন, " আমি বুঝতে পারছি না ফেসবুকের নাম পরিবর্তন নিয়ে কেন সবাই সমালোচনা করছেন। মেটাভার্সের মাধ্যমে আমরা দারুণ ভবিষ্য়ত উপভোগ করতে চলেছি।''