ওয়াশিংটন: মুখে গোপনীয়তা বজায় রাখার কথা বললেও বাস্তবে তা করছে না হোয়াটসঅ্যাপ (WhatsApp)। খোদ ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের 'এনক্রিপটেড' তথা ব্যক্তিগত তথ্য পড়ছে ফেসবুক (Facebook)। এমনই বিস্ফোরক দাবি করা হয়েছে এক রিপোর্টে।


Facebook reads and shares WhatsApp private messages
সম্প্রতি হোয়াটসঅ্যাপের পেরেন্ট কোম্পানি ফেসবুকের বিরুদ্ধে এই মারাত্মক অভিযোগ করা হয়েছে ProPublica-র রিপোর্ট। প্রতিবেদনে বলা হয়েছে, ব্যক্তিগত মেসেজ বা এনক্রিপটেড মেসেজ পড়া নিয়ে হোয়াটসঅ্যাপ (WhatsApp) যে প্রতিশ্রুতি দিয়েছে তা পুরোপুরি মিথ্যে। ইতিমধ্যেই গ্রাহকের ব্যক্তিগত বা এনক্রিপটেড মেসেজ পড়ার জন্য ১০০০ জন কর্মী নিয়োগ করেছে ফেসবুক (Facebook)। রিপোর্টে বলা হয়েছে, US Department of Justice-এর সঙ্গে এই ডেটা শেয়ার করছে ফেসবুক।


Facebook boss Mark Zuckerberg's Claim
যদিও গ্রাহকের ব্যক্তিগত মেসেজ বাইরে আসার বিষয়ে বহুবার অস্বীকার করেছেন ফেসবুকের প্রধান মার্ক জুকেরবার্গ। ২০১৮ সালেই মার্কিন সেনেটে তিনি বলেছেন, '' আমরা হোয়াটসঅ্যাপের কোনও মেসেজ পড়ি না। প্রেরক ও প্রাপক ছাড়া অন্য কোনও পক্ষ কারও ব্যক্তিগত মেসেজ পড়তে পারে না। এমনকী কোম্পানির কেউ এই মেসেজ দেখেন না।'' 


ProPublica-র রিপোর্ট কী বলছে ?
যদিও জুকেরবার্গের এই দাবি মিথ্যে বলে দাবি করেছে ProPublica-র রিপোর্ট। যেখানে বলা হয়েছে, গ্রাহকের ব্যক্তিগত তথা এনক্রিপটেড মেসেজ পড়ার জন্য চুক্তির ভিত্তিতে লোক নিয়োগ করেছে সংস্থা। এই কাজে অস্টিন , টেক্সাস, ডাবলিন, সিঙ্গাপুরে ১০০০-এরও বেশি কর্মী নিয়োগ করা হয়েছে। যেখান থেকে লক্ষ লক্ষ মানুষের হোয়াটসঅ্যাপ(WhatsApp)পড়ছেন তাঁরা।


ProPublica-র রিপোর্ট নিয়ে কী বলছে Facebook ?
ইতিমধ্যেই কোম্পানির বিরুদ্ধে আনা এই অভিযোগ নিয়ে মুখ খুলেছে ফেসবুক। কোম্পানির তরফে জানানা হয়েছে, চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের খবরটা ঠিক। হোয়াটসঅ্যাপের নিজস্ব অ্যালগোরিদমে চাইল্ড পর্ন, সম্ভাব্য সন্ত্রাসবাদী কার্যকলাপের ওপর নজর রাখে এই কর্মীরা। এ বিষয়ে হোয়াটসঅ্যাপের এক মুখপাত্র 'নিউ ইয়র্ক পোস্ট'কে বলেছেন, “হোয়াটসঅ্যাপে গ্রাহক চাইলে কুকথা বা অ্যাপের অপব্যবহার রোখার জন্য কর্তৃপক্ষকে রিপোর্ট করতে পারে। এই রিপোর্টের মাধ্যমে সাম্প্রতিক চ্যাট বা বার্তাগুলির বিষয়ে কর্তৃপক্ষকে জানানো যায়। এর মানে এই নয় যে গ্রাহকের গোপন এনক্রিপটেড মেসেজ রিপোর্টের মাধ্যমে গ্রহণ করি আমরা।''  


আরও পড়ুন: WhatsApp Update: সাবধান! হোয়াটসঅ্যাপের এই ভার্সন ডাউনলোড করেননি তো ?


আরও পড়ুন : Whatsapp Privacy Update : গ্রাহকের গোপনীয়তাই অগ্রাধিকার, কেন্দ্রের 'ট্রিক কনসেন্ট'-এর জবাবে বলল হোয়াটসঅ্যাপ