নয়া দিল্লি : কাল বিশ্ব ইমোজি দিবস। তার আগে নয়া উদ্যোগ ফেসবুক মেসেঞ্জারের। এবার সাউন্ডমোজিস বা সাউন্ড এফেক্ট বিশিষ্ট ইমোজির ঘোষণা করল সংস্থা। বিশ্ব ইমোজি দিবসের প্রাক্কালে মানুষের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করতে নয়া এই পদক্ষেপ।
করোনা অতিমারিত জোরবার গোটা বিশ্ব। কার্যত গৃহবন্দি দশা চলছে। এখন আর হুট করতে যেখানে মন চাইছে বা যার সঙ্গে গল্প-গুজবের মন চাইছে, তা করা হয়ে ওঠে না । এই পরিস্থিতিতে সোশ্যাল ইন্টার্যাক্টিভ সাইটের ব্যবহার বেড়েছে। সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে ব্যবহার বেড়েছে ইমোজিরও।
এই চাহিদা কথা মাথায় রেখে ইমোজি সিস্টেমকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার উদ্যোগ ফেসবুক মেসেঞ্জারের। ঘোষণা করা হল সাউন্ডমোজিস-এর। অর্থাৎ-মেসেঞ্জার চ্যাটে সংক্ষিপ্ত সাউন্ড রেকর্ডিং পাঠানো যাবে। এমনটাই জানা গেছে এই মেসেজিং প্ল্যাটফর্ম থেকে। একে বলা হচ্ছে, "কথা বলতে পারা ইমোজি।"
সাউন্ডমোজিস-এর সাউন্ড বিভিন্ন রকমের হতে পারে। যেমন- তা সাধুবাদ জানানোর হতে পারে, ভয়ঙ্কর হাসি বা আপনার পছন্দের শিল্পী যেমন রেবেক্কা ব্ল্যাকের অডিও স্নিপেটস, টিভি শো বা ইউনিভার্সাল পিকচার্সের F9-এর মতো ছবি, এছাড়া ইউনিভার্সাল টেলিভিশন, নেটফ্লিক্স বা সাউন্ডল্যান্ডস ব্রিজারটনের যথাক্রমে এনবিসি এবং ব্রুকলিন নাইন-নাইন এর হতে পারে সাউন্ড।
ফেসবুকের তরফে বলা হয়েছে, আমরা পুরো সাউন্ডমোজি লাইব্রেরি নিয়ে আসছি আপনাদের জন্য। সেখান থেকে আপনারা পছন্দ করতে পারবেন। যা নতুন সাউন্ড এফেক্ট অনুযায়ী আপডেট হতে থাকবে। এছাড়া থাকবে বিখ্যাত সব সাউন্ড। প্রত্যেক সাউন্ডের প্রতিনিধিত্ব করবে কোনও না কোনও ইমোজি।
গত মাসে কুইক রিপ্লাই বার যোগ করেছে ফেসবুক মেসেঞ্জার। যার মাধ্যমে ব্যবহারকারী সঙ্গে সঙ্গে মেসেজের উত্তর দিতে পারেন। ফটো বা ভিডিও না খুলেও। এর ফলে বন্ধুবান্ধব বা পরিবারের কেউ কিছু শেয়ার করলে তাতে সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া সম্ভব হয়। কোনও ফটো বা ভিডিওতে প্রেস করে বা কুইক রিপ্লাই বার বাটমে ক্লিক করে এর দ্রুত উত্তর দেওয়া সম্ভব।