Fact Check: ইরানের আক্রমণ থেকে বাঁচতে দৌড় নেতানিয়াহুর? ভাইরাল ভিডিও-র সত্যতা সামনে এল

Benjamin Netanyahu: ইরানের সমর্থক বেশ কিছু সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে নেতানিয়াহুর দৌড়নোর ভিডিওটি ছড়ায় সোশ্যাল মিডিয়ায়।

Continues below advertisement

নয়াদিল্লি: যুদ্ধের মেঘ ঘনিয়ে এসেছে পশ্চিম এশিয়া জুড়ে। পরিস্থিতি কোন দিকে এগোয়, সেদিকে তাকিয়ে গোটা বিশ্ব। সোশ্যাল মিডিয়া এই উদ্বেগে বাড়তি মাত্রা যোগ করছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর একটি ভিডিও তাতে নয়া সংযোজন। ভিডিও-তে নেতানিয়াহুকে দৌড়তে দেখা গিয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র থেকে বাঁচতে তিনি দৌড়ে বাঙ্কারে আশ্রয় নিতে ছুটছিলেন বলে চাউর হয়েছে সর্বত্র। কিন্তু ভিডিওটির সত্যতা সামনে এল এবার। (Fact Check)

Continues below advertisement

ইরানের সমর্থক বেশ কিছু সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে নেতানিয়াহুর দৌড়নোর ওই ভিডিওটি ছড়ায় সোশ্যাল মিডিয়ায়। দাবি করা হয়, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র থেকে মাথা বাঁচাতে বাঙ্কারে আশ্রয় নিতে ছুটে যান নেতানিয়াহু।  কিন্তু সত্যতা যাচাই করতে গিয়ে দেখা গিয়েছে, ভিডিওটি এখনকার নয়, বরং তিন বছর আগের। ২০২১ সালে প্রথম ওই ভিডিওটি সামনে আসে। (Benjamin Netanyahu)

জানা গিয়েছে, ২০২১ সালের ডিসেম্বর মাসে প্রথম বার ভিডিওটি সামনে আসে। কিন্তু বাঙ্কারে আশ্রয় নিতে নয়, দেশের সংসদের করিডর ধরে ছুটছিলেন তিনি। তাঁর পিছু পিছু অন্যরাও ছুটছিলেন। করিডর পেরিয়ে দৌড়ে সিঁড়ি বেয়েও ওঠেন সকলে। নেতানিয়াহু নিজেও দৌড়নোর ওই ভিডিওটি পোস্ট করেছিলেন। সেই ভিডিওটিই এখনকার বলে চালানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। 

গত এক বছর ধরে ইজরায়েল বনাম হামাসের যুদ্ধ চলছে। সেই যুদ্ধে ইতি পড়া তো দূর, বরং যত সময় যাচ্ছে আরও তেতে উঠছে পশ্চিম এশিয়ার পরিস্থিতি। লেবানন এবং ইয়েমেনেও হামলা চালিয়েছে ইজরায়েল। আর সেই আবহেই মঙ্গলবার রাতে ইজরায়েলকে লক্ষ্য করে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। গাজা এবং বেইরুটে ইজরায়েলি 'গণহত্যা'র বদলা নিতেই এই হামলা বলে দাবি করে তেহরান। ইজরায়েলের আয়রন ডোম প্রযুক্তি যদিও ইরানের ছোড়া কিছু ক্ষেপণাস্ত্র গুঁড়িয়ে দেয়, কিন্তু বহু ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে দেশের অন্দরে।

এই পরিস্থিতিতে পশ্চিম এশিয়ায় যুদ্ধের মেঘ ঘনিয়ে এসেছে বলে মনে করছে আন্তর্জাতিক মহল। ইজরায়েল যদি পাল্টা হামলা চালায়, তার পরিণতি আরও ভয়ঙ্কর হবে বলে জানিয়েছে তেহরান। যদিও নেতানিয়াহু সাফ জানিয়েছেন, মারাত্মক 'ভুল' করেছে ইরান। এর ফল ভুগতে হবে তাদের। ঠিক সময়ে এর প্রতিশোধ তোলা হবে বলে জানিয়েছে তেল আভিভ। 

ভারতে ইজরায়েলি দূতাবাসের মুখপাত্র গায় নির এ নিয়ে NDTV-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মুখ খোলেন। তিনি বলেন, "ইজরায়েলের সঙ্গে যদি পুরোপুরি যুদ্ধ শুরু করতে চান উনি (আয়াতোল্লা আলি খামেনেই), কৌশলগত ভাবে, একেবারে ঠিকঠাক প্রতিক্রিয়া জানাবে ইজরায়েল। পূর্ণাঙ্গ যুদ্ধ কোনও পক্ষই চায় না বলে মনে হয় আমার।"

Continues below advertisement
Sponsored Links by Taboola