নয়াদিল্লি: ৫,৫০০টাকা দিলেই পাওয়া যাচ্ছে জাল ভ্যাকসিনের সার্টিফিকেট। পরীক্ষা না করিয়েই কোভিডের ভুয়ো রেজাল্ট লেখা হচ্ছে শংসাপত্রে। টেলিগ্রাম অ্যাপে চলছে এই অসাধু কারবার। সম্প্রতি এই জালিয়াতি চক্রের রিপোর্ট প্রকাশ্যে এনেছে চেক পয়েন্ট রিসার্চ Check Point Research (CPR)।


রিপোর্টে বলা হয়েছে, ভুয়ো ভ্যাকসিনের এই কারবার সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। মোট ২৯টি দেশে এই জাল সার্টিফিকেটের চক্র কাজ করছে। যার মধ্যে ভারত অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ছাড়াও আরও অনেক দেশ রয়েছে। ভারতে কেবল ৫,৫০০টাকা দিলেই এই ধরনের জাল সার্টিফিকেট পাওয়া যাচ্ছে। গত মার্চ মাস থেকে কমপক্ষে ৫০০০ এরকম ভুয়ো সার্টিফিকেট তৈরির টেলিগ্রাম গ্রুপের সন্ধান পেয়েছে Check Point Research (CPR)।


সংস্থার দাবি, মূলত টেলিগ্রাম অ্যাপকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই অসাধু কারবার। এ বিষয়ে চেক পয়েন্ট সফটওয়্যার টেকনোলজির দাবি, ডার্ক নেটের থেকে ব্যবহার করতে সুবিধা বলে টেলিগ্রাম অ্যাপকেই জাল সার্টিফিকেট প্রচারের হাতিয়ার করেছে ষড়যন্ত্রকারীরা। যার ফলে সহজেই এই ধরনের প্রচার করে বহু মানুষের কাছে পৌঁছে যাচ্ছে জালিয়াতরা।


Check Point Research-এর মতে, ভারতে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা ভ্যাকসিন নিতে চান না। তবে স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর জন্য এদের সার্টিফিকেটের প্রয়োজন। বেশ কিছু রাজ্য ভ্যাকসিন বা সার্টিফিকেট নিয়ে কড়াকড়ি শুরু করতেই নকল সার্টিফিকেটের দিকে ঝুঁকেছেন এই ধরনের লোকজন। এদের জন্যই ফুলে ফঁপে উঠেছে জাল ভ্যাকসিন সার্টিফিকেটের কারবার। এমনকী নকল আরটিপিসিআর টেস্ট বা কোভিড টেস্টের নেগেটিভ রিপোর্ট পাওয়া যাচ্ছে এই টেলিগ্রাম অ্যাপের মাধ্যমেই।


রিপোর্ট বলছে, নকল ভ্যাকসিনেশনের সার্টিফিকেটের চাহিদা বেড়ে যাওয়ায় এখন অর্ধেক দামে পাওয়া যাচ্ছে এই সার্টিফিকেটগুলো। ২০২১ সালের মার্চ মাস থেকে বিপুল চাহিদা বেড়েছে এই সার্টিফিকেটগুলির। যা নিয়ে কালোবাজারি করছে অসাধু চক্র।


আরও পড়ুন : iphone sale without charger : চার্জার ছাড়াই iPhone বিক্রি, Apple-এর বিরুদ্ধে অধিকার খর্বের অভিযোগ


আরও পড়ুন : Atal Pension Yojana: মাসে পেনশন ১০ হাজার, পাবেন কীভাবে ?


আরও পড়ুন : TVS Raider 125 launch: Honda ও HERO-র সঙ্গে হবে লড়াই, বাজারে এল TVS Raider 125