পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: জন্মদিনেই মর্মান্তিক দুর্ঘটনা! বন্ধুর বাইক থেকে ছিটকে সম্প্রীতি উড়ালপুলের নীচে পড়ে মৃত্যু হল এক কিশোরের। মৃতের নাম অনিমেশ সিংহ, বয়স ১৭ বছর। মৃত কিশোরের বন্ধুকে আহত আবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। রাত ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থানার চন্দননগরে। আহত যুবকের সঙ্গে কথা বলে, পুলিশ জানিয়েছে, তাদের বাড়ি বেহালার জেমস লং সরণিতে। অনিমেষের মামাবাড়ি মহেশতলার ডাকঘর এলাকায়। জন্মদিনে পার্টি করার পরিকল্পনা করে মামাবাড়ি যাচ্ছিল বন্ধুর বাইকে করে। সম্প্রীতি উড়ালপুল দিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় গার্ডওয়ালে ধাক্কা মারে বাইকিট। ব্রিজ থেকে ঝুলে কোনওমতে নিজেকে রক্ষা করে বাইক চালক বন্ধু। কিন্তু পিছনে বসা অনিমেষ ছিটকে পড়ে যান নীচে। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের মাথায় হেলমেট ছিল না। এছাড়াও সে মত্ত অবস্থায় ছিল। 


কিছুদিন আগেই সম্প্রীতি উড়ালপুলে গতির বলি হয়েছিল এক যুবক। কিছুদিন আগে রাত সাড়ে এগারোটা নাগাদ বেহালা পর্ণশ্রী থেকে বাটা মোড়ের দিকে ঝড়ের গতিতে আসছিল মোটর সাইকেল চালিয়ে সুদীপ মন্ডল নামে এক যুবক। তাঁর বয়স ২৩ বছর। স্থানীয় সূত্রে দাবি, নিয়ন্ত্রণ হারিয়ে ডাকঘরের কাছে চন্দন নগরে উড়াল পুলের গার্ডওয়ালে সজোরে ধাক্কা মেরে উড়ালপুলের নীচে। সেখানেই বিবিটি রোডে গিয়ে পড়ে যান সুদীপ। স্থানীয়রাই মহেশতলা থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে সুদীপের রক্তাক্ত দেহ উদ্ধার করে বজবজ ইএসআই হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু এই রাতে কেন সুদীপ বেহালার পর্ণশ্রী থেকে বাটার দিকে আসছিল সে বিষয় পুলিশের কাছে সদুত্তর এখনও কোনও সদুত্তর মেলেনি। মহেশতলা থানা পরিবারের সঙ্গে রাতেই যোগাযোগ করেছে।


কিছুদিন আগেই বিদ্যাসাগর সেতুর টোল প্লাজায় দুর্ঘটনা হয়েছিল। সকাল দশটা নাগাদ কলকাতা থেকে হাওড়াগামী একটি দূরপাল্লার বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি মুরগি ভ্যানে ধাক্কা মারে। এর পর ফের আরও একটি গাড়িকে ধাক্কা মারে। এই ঘটনায় দু-জন ব্যক্তি আহত হয়েছেন। 


তাদের নিয়ে যাওয়া হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। দুর্ঘটনার ফলে বাসের সামনের অংশের কাজ ভেঙ্গে যায়। দুমড়ে-মুচড়ে যায় বাসটি। বাসটিকে শিবপুর থানার পুলিশ আটক করেছে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান বাসটি ব্রেক ফেল করার কারণেই এই দুর্ঘটনা। এর জেরে বিদ্যাসাগর সেতুর মাঝের লেনে যান চলাচল ব্যাহত হয় অনেকক্ষণ।