তাইপেই : চার্জার ছাড়াই iPhone বিক্রি নিয়ে এবার অ্যাপলের (Apple) বিরুদ্ধে অভিযোগ আনল তাইওয়ানের এক ক্রেতা সুরক্ষা সংগঠন। অবিলম্বে আমেরিকান টেক জায়ান্টের বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছে তারা। সংগঠনের অভিযোগ, চার্জার ছাড়া ফোন বিক্রির মাধ্যমে ক্রেতাদের শোষণ করছে কোম্পানি।
AppleInsider-এর রিপোর্ট বলছে, সম্প্রতি ক্রেতাদের অধিকার খর্বের অভিযোগ এনে অ্যাপলের বিরুদ্ধে সরব হয়েছে তাইওয়ানের ওই সংগঠন। বলা হয়েছে, ফোনের অপরিহার্য অংশ চার্জার। যদি কোনও কোম্পানি উন্নত প্রযুক্তির ফোনের সঙ্গে চার্জার না দেয়, তাহলে স্বাভাবিকভাবে ফোন ব্যবহার করা যাবে না।
Apple-এর দাবি, ফোনের সঙ্গে চার্জার দিলে তা পরিবেশের ওপর বিরূপ প্রভাব সৃষ্টি করতে পারে। তাই Apple 12 সিরিজ থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে ফোনের সঙ্গে চার্জার দেওয়ার সিস্টেম। গত বছর থেকেই এই কাজ শুরু করেছে অ্যাপল। কোম্পানির তরফে বলা হয়েছে, ফোনের বক্স থেকে চার্জার বাদ দেওয়ার ফলে পৃথিবী থেকে কোনও ধরনের উপকরণ খুঁড়তে হয়নি তাদের। এমনকী এর মাধ্যমে পরিবহণ থেকে যে দূষণ হয় তাও রোধ করা গেছে।
এই বলেই অবশ্য থেমে থাকেনি অ্যাপল (Apple)। কোম্পানি মনে করে, ফোনের বক্সের মধ্যে চার্জার না রাখায় ৮৬১,০০০ মেট্রিক টন তামা, টিন এবং দস্তা আকরিক সংরক্ষণ করা সম্ভব হবে। এখানেই ফোনের বক্সে চার্জার না দেওয়ার যুক্তি থমকে থাকেনি অ্যাপলের। কোম্পানির তরফে আরও দাবি করা হয়েছে, এর ফলে ৭০ শতাংশ বেশি iPhone 12 -এর পরিবহণ বা শিপিং সম্ভব হয়েছে। যা ইয়ার বাডস বা বক্সে চার্জার দিলে সম্ভব হত না।
সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় অ্যাপল পার্কে iPhone 13 সিরিজ এনেছে কোম্পানি। টেক ব্লগারদের মতে, নতুন ফোনে চমক দেখা যায়নি ডিজাইনে। ১২ সিরিজের মতোই দেখতে iPhone 13। যদিও আগের থেকে ৫০ শতাংশ বেশি দ্রুত পারফর্মম্যান্স দেবে অ্যাপলের নতুন চিপ। রেয়ার টুইন ক্যামেরা দেওয়া হয়েছে ফোনে। পিঙ্ক, ব্লু মিডনাইট, প্রোডাক্ট রেড ছাড়াও স্টারলেট রঙে আসছে ফোন।A15 Bionic প্রসেসর দেওয়া হয়েছে iPhone 13-এ। আইফোন ১৩ এর সঙ্গে এল আইফোন মিনি । উভয় ফোনেই থাকছে ব্রাইটার সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে।
আমেরিকায় iPhone 13 মিনি -এর দাম শুরু হচ্ছে ৬৯৯ মার্কিন ডলার থেকে। আমেরিকায় iPhone 13-এর দাম শুরু হচ্ছে ৭৯৯ মার্কিন ডলার থেকে। উভয় ফোনের স্টার্টিং ভ্যারিয়েন্টে ৬৪ জিবির বদলে থাকছে ১২৮ জিবি স্টোরেজ।Apple iPhone 13, iPhone 13 mini-র ৫ জি-র জন্য প্রস্তুত হয়েই আত্মপ্রকাশ ঘটল। IPhone 13 ও iPhone 13 মিনির জন্য ডিসপ্লের আকার যথাক্রমে ৬.১ ইঞ্চি ও ৫.৪ ইঞ্চি।
আরও পড়ুন : Jio Phone Next Price : লঞ্চ হতে দেরি, দাম বাড়তে পারে JioPhone Next-এর
আও পড়ুন : Samsung Galaxy M52 5G-র লঞ্চ ডেট প্রকাশ্যে, কী থাকছে নতুন ফোনে ?
আরও পড়ুন : Xiaomi Smart Glasses: ফোন করা যাবে-তোলা যাবে ছবি, আসছে Xiaomi Smart Glass