নয়াদিল্লি: উৎসবের আগে দু'চাকার বাজার ধরতে ১২৫ সিসির বাইক আনল TVS। দিল্লিতে বাইকের এক্স শোরুম প্রাইস শুরু হয়েছে ৭৭,৫০০ টাকা থেকে। বৃহস্পতিবার ভারতে TVS Raider 125 লঞ্চ করল কোম্পানি।


TVS Raider 125-এর নতুন একাধিক ফিচার 


১২৫ সিসির বাইকে চমক দেওয়ার মতো ফিচার এনেছে কোম্পানি।যা আগে এই সেগমেন্টে ছিল না বললেই চলে। সবার আগে চোখে পড়বে বাইকের রিভার্স এলসিডি ডিজিটাল স্পিডোমিটার। অপশনাল হিসাবে দেওয়া হয়েছে ৫ ইঞ্চির টিএফটি ক্লাস্টার। যাতে থাকছে ভয়েজ অ্যাসিস্টের সুবিধা। এ ছাড়াও রয়েছে একাধিক রাইড মোড। সবথেকে বড় বিষয়, এবার স্কুটারের মতো সিটের নিচে জিনিস রাখার জায়গা দিয়েছে TVS । 


দেখতে কেমন হয়েছে TVS Raider ?


ভারতের বাজারে ১২৫ সিসির বাইকের সঙ্গে টক্কর দিতে একেবারে স্পোর্টি লুকের বাইক এনেছে TVS। যেখানে শহরে চালানোর পাশাপাশি রেসিং লুক দেওয়া হয়েছে বাইকে। বড় ট্যাঙ্কের পাশাপাশি বাইকে দেওয়া হয়েছে মাসকুলার ডিজাইন।অনেক জায়গায় দুয়েল টোন ফিনিস দিয়েছে কোম্পানি। তাক লাগিয়ে দেবে বাইকের হেড ও টেইল ল্যাম্প। একেবারে অ্যাগ্রেসিভ লুক দেওয়া হয়েছে হেডল্যাম্পে। যাতে শোভা পাচ্ছে 'টু-আই' এলইডি ডিআরএলস। বাইকারদের মতে, হেডলাইটের আলো প্রতিযোগী বাইকগুলির থেকে এগিয়ে রাখবে TVS Raider-কে।   


TVS Raider 125-এর ইঞ্জিন


বাইকে ১২৪.৮ সিসির এয়ার ও অয়েল কুলড ৩ভি ইঞ্জিন দিয়েছে TVS। যা একাধারে ৭৫০০ আরপিএমএ ৮.৩৭ কিলোওয়াটের পাওয়ার তৈরি করে।পাশাপাশি ৬০০০ আরপিএম-এ ১১.২ এনএম টর্ক জেনারেট করে এই বাইক।৫.৯ সেকেন্ডে ০-৬০ গতিতে দৌড়তে পারে এই মেশিন। ঘণ্টায় সর্বোচ্চ ৯৯ কিলোমিটার গতিবেগে ছুটতে পারে TVS Raider 125। 


TVS Raider 125-এর প্রতিযোগী


ভারতের বাজারে এই বাইকের বিকল্প হিসাবে রয়েছে হিরো গ্ল্যামার ১২৫ ছাড়াও হন্ডা এসপি ১২৫। এতদিন ১২৫ সিসি বাইকের সেগমেন্টে বাজার শাসন করেছে এই দুই কোম্পানি। এবার তাদের সঙ্গে প্রতিযোগিতা হবে TVS Raider 125-এর।  


আরও পড়ুন : Ola Electric Scooter: সেকেন্ডে ৪টি স্কুটার বিক্রি, ২৪ ঘণ্টায় ৬০০কোটি টাকার ব্যবসা Ola Electric scooter-এর


আরও পড়ুন : SBI Home Loan : গৃহ ঋণে সুদের হার কমাল SBI, ৬.৭ শতাংশে নিতে পারবেন 'যত খুশি লোন'