বারাসত: বারাসতে ভুয়ো মিনারেল ওয়াটার তৈরির কারখানার পর্দাফাঁস করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে কারখানার এক মালিককে।


পুলিশ সূত্রে খবর, বারাসতের ভাটরা পল্লি এলাকায় নিজেদের বাড়িতে ভুয়ো মিনারেল ওয়াটার তৈরির কারখানা চালু করে দুই ভাই অভীক ও অমিত বণিক। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল ওই এলাকায় যৌথ অভিযান চালান বারাসত পুলিশ এনফোর্সমেন্ট ও জেলার ফুড সেফটি অফিসাররা। পুলিশের দাবি, ওই কারখানায় ভুয়ো মিনারেল ওয়াটার তৈরি করা হচ্ছিল নিয়ম মেনে কোনও ল্যাবরেটরি বা জল তৈরির প্রয়োজনীয় সরঞ্জাম সেখানে মেলেনি।

কারখানা থেকে ২০ লিটারের ৩৫টি জলভর্তি জার, ১৫টি খালি জার, ১০০ ছিপি, নামী সংস্থার দেড়শোটি লেবেল ও রাসায়নিক বাজেয়াপ্ত করা হয়েছে। কারখানার মালিক এক ভাইকে পুলিশ গ্রেফতার করলেও আর এক ভাই পলাতক। জল পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।