চেন্নাই: ভারত তার আতিথেয়তার জন্য বিশ্বে পরিচিত। শুধু তাই নয়, এদেশে 'জামাই আদর'ও বিশেষ পরিচিত। জামাই শ্বশুরবাড়িতে এলে তাঁকে খাতির করে বিপুল আয়োজনের সঙ্গে তাঁকে বরণ করা এক ভারতীয় রীতির অঙ্গ হয়ে গিয়েছে। যুগ যুগ ধরে এমনটাই হয়ে এসেছে। এবার এমনই এক আয়োজন করে তাক লাগাল অন্ধ্রপ্রদেশের একটি পরিবার। পশ্চিম গোদাবরী জেলার নরসাপুরমে এই ঘটনাটি ঘটেছে।
রীতিমত বাজি ধরে এই কাজ করেছিল কনের পরিবার। জামাই হওয়ার আগেই এমন জামাই আদর পেয়ে অবাক পাত্রও। পঞ্চব্যঞ্জন নয়, জামাইয়ের পাতে একেবারে ৩৫৬টি পদ তুলে দিয়েছেন শ্বশুর বাড়ির লোকেরা। সে ছবি সোশাল মিডিয়ায় ভাইরালও হয়েছে।
জানা গিয়েছে, ভারতের অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরীর নরসাপুরম এলাকার সুব্রহ্মণ্যম এবং অন্নপূর্ণার ছেলে সাইকৃষ্ণ তুম্মলাপল্লী এবং স্বর্ণ ব্যবসায়ী অত্যম ভেঙ্কটেশ্বর রাও এবং মাধবীর মেয়ে কুন্দবীর বিয়ে ঠিক হয়ে ছিল। পৌষ সংক্রান্তিতে হবু জামাইয়ের জন্য রাজকীয় আয়োজন করে কুন্দবীর পরিবার। ওই উৎসবেই কুন্দবী-সাইকৃষ্ণ তুম্মলাপল্লীর বিয়ে হয় বলে জানা গেছে।
খাবারের তালিকায় ছিল ৩০ প্রকারের তরকারি, ভাত, বিরিয়ানি, পুলিহরা, আধুনিক ও ঐতিহ্যবাহী ১০০ রকমের মিষ্টি, ১৫ ধরনের আইসক্রিম, পেস্ট্রি, কেক, ঠান্ডা ও গরম পানীয়, ফল। কুন্দবীর পরিবারের এক সদস্য জানান, বছরের ৩৬৫টি দিনকে মাথায় রেখে জামাইয়ের প্রতি ভালোবাসা দেখাতেই ৩৬৫ পদের খাবারের আয়োজন করা হয়েছিল।
বিয়ের আগে কনের দাদা অচন্ত গোবিন্দ এবং দাদি নাগমণি এই জমকালো ভোজের আয়োজন করেন। এই জমকালো প্রাক-বিবাহ সংবর্ধনায় বর ও কনে, দুজনের পরিবারের সদস্যরা অংশ নেন।