Farm Laws Repeal LIVE: কৃষকদের অভিনন্দন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়, পথে নেমে কৃষি আইন প্রত্যাহার উদযাপন কংগ্রেস, এসএফআই-এর
Farm Laws Repeal LIVE Update: দেশজুড়ে প্রতিবাদের মুখে পড়ে ৩টি কৃষি আইন প্রত্যাহার। গুরু নানকের জন্মদিনে জাতির উদ্দেশে ভাষণে ঘোষণা প্রধানমন্ত্রীর। কৃষকরা এবার ক্ষেতে ফিরে আসুন, আবেদন প্রধানমন্ত্রীর।
মোদি সরকারের কৃষি আইন প্রত্যাহারের পরও তা নিয়ে টানাপোড়েন অব্যাহত। নরেন্দ্র মোদি যখন কৃষকদের উদ্দেশে নতুন শুরুর ডাক দিলেন, তখন প্রিয়ঙ্কা গাঁধী কৃষকদের পিষে মারার কথা মনে করিয়ে পাল্টা সুর চড়ালেন। ভোট মিটে গেলে কৃষি আইন ফিরিয়ে আনার আশঙ্কাও প্রকাশ করেছেন বিরোধীদের অনেকে।
মোদি সরকারের ৩টি কৃষি আইন প্রত্যাহারের পরই কৃষকদের অভিনন্দন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। পথে নেমে কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারকে উদযাপন করে কংগ্রেস ও সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইও।
কৃষি আইন প্রত্যাহারের ঘোষণার পরে দিল্লির সিঙ্ঘু ও উত্তরপ্রদেশের গাজিপুর সীমানায় উচ্ছ্বাস। পরস্পরকে মিষ্টিমুখ করালেন আন্দোলনকারীরা। কৃষি আইন রদের ঘোষণার পরে কবে পুরোপুরি খুলবে সিঙ্ঘু-টিকরি-গাজিপুরের রাস্তা? পরবর্তী সিদ্ধান্ত নিয়ে কাল সিঙ্ঘুতে কৃষক সংগঠনগুলির বৈঠক।
কৃষক আন্দোলনের চাপের মুখে পিছু হটল মোদি সরকার। ৩ কৃষি আইন প্রত্যাহার করার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কৃষকদের ফের মাঠে ফেরার আবেদন জানিয়েছেন তিনি। যদিও
আন্দোলনকারীদের দাবি, আগে কৃষি আইন প্রত্যাহারে সিলমোহর পড়ুক সংসদে।
কৃষকদের ঐতিহাসিক জয়, প্রতিক্রিয়া সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির।
প্রত্যাশা পূরণে ব্যর্থ মোদি সরকার। আন্দোলনরত কৃষকদের মৃত্যু ভোলার নয়, মন্তব্য কৃষক নেতা হরনাম সিংহের।
কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণায় খুশি কৃষকরা। গাজিপুর সীমানায় চলছে সেলিব্রেশন।
উপনির্বাচনে পর্যুদস্ত, ৫ রাজ্যে ভোটে হারের আশঙ্কায় সিদ্ধান্ত বদল, কটাক্ষ পি চিদম্বরমের।
সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। কিন্তু আইন প্রত্যাহার করলেও কৃষকদের লাভ হবে না। তাই আন্দোলন জারি থাকবে, বললেন হান্নান মোল্লা।
সামনেই ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন। কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্তের পিছনে সেটা অন্যতম কারণ, প্রতিক্রিয়া অধ্যাপক উদয়ন বন্দ্যোপাধ্যায়ের।
‘৩ তালাক আইন বিলোপ করেছে কেন্দ্র। মানুষের জন্য কাজ করছে সরকার’, উত্তরপ্রদেশের মহোবার জনসভায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আমরা কাউকে ক্ষমা চাইতে বলিনি, কাউকে ক্ষমা করিওনি। কে বলেছে আন্দোলন শেষ হয়েছে ? এখনও অনেক পথ বাকি, মন্তব্য কৃষক নেতা রাকেশ তিকাইতের।
সংগ্রামী কৃষকদের অভিনন্দন মমতার। এটাই বিক্ষোভের শক্তি, ট্যুইট অভিষেকের। ভয় পেয়ে আইন প্রত্যাহার, মন্তব্য সুখেন্দুশেখরের।
স্পষ্ট হয়েছে কেন্দ্রের কৃষক দরদী মনোভাব। রাষ্ট্রনায়কদের মতো সিদ্ধান্ত, ট্যুইট অমিত শাহের। ঐতিহাসিক সিদ্ধান্ত কেন্দ্রের, দাবি যোগী আদিত্যনাথের
রাহুল গান্ধী গত ১৪ জানুয়ারি বলেছিলেন, আগামীদিনে কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হবে সরকার। ঠিক তাই হয়েছে। আজ প্রধানমন্ত্রী কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করেছেন।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ট্যুইটে লেখেন, কৃষকদের হাতে আরও ক্ষমতা আসুক! সমস্ত প্রতিকুলতার বিরুদ্ধে তাঁদের দীর্ঘ লড়াই, দৃঢ় মনোভাব কৃষকদের প্রকৃত পরিচয় তুলে ধরেছে। এটাই গণতন্ত্রে বিরুদ্ধ-মতের ক্ষমতা! আমি প্রত্যেক কৃষককে তাঁদের সাহসের জন্য সেলাম জানাই।
মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটে লিখেছেন, অত্যাচারের বিরুদ্ধে যাঁরা লড়াই করেছেন, সেই প্রত্যেক কৃষককে আমার অন্তরের অভিনন্দন। এটা আপনাদের জয়। এই লড়াইয়ে যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের সমবেদনা জানাচ্ছি
ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত ট্যুইটে লিখেছেন, ‘এখনই কৃষক আন্দোলন প্রত্যাহার করা হচ্ছে না। সরকার যেদিন সংসদে কৃষি আইন প্রত্যাহার করবে, সেদিনের জন্য অপেক্ষা করা হবে।’
সংযুক্ত কিষাণ মোর্চা এবং লক্ষ লক্ষ আন্দোলনকারী কৃষকদের উষ্ণ অভিনন্দন। সংযুক্ত মোর্চার নেতৃত্বে কৃষকদের সঙ্ঘবদ্ধ আন্দোলনের বিশাল জয়
মানুষ ঐক্যবদ্ধ হয়ে লড়াই করলে জয় আসবেই। কৃষকদের অভিনন্দন জানিয়ে ট্যুইট পশ্চিমবঙ্গ সিপিএম-এর
দেশের অন্নদাতারা ঔদ্ধত্যের সামনে সত্যগ্রহ শুরু করেছিলেন। অবিচারের বিরুদ্ধে এই জয়ের জন্য অভিনন্দন। ট্যুইট করে জানালেন রাহুল গাঁধী
শ্রদ্ধার সাথে স্মরণ করছি কৃষক আন্দোলনের শহীদদের। এই জয় সংযুক্ত কৃষক আন্দোলনের। সংযুক্ত কিষান মোর্চা কে অভিনন্দন। আমাদের রাজ্যের আইনে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে কৃষক বিরোধী সংশোধনীগুলিকেও বাতিল করা হোক।- ট্যুইট সূর্যকান্ত মিশ্রের
কৃষক আন্দোলনের বিশাল জয়। মোদি সরকার ৩ কালা কানুন প্রত্যাহার করল। আগামী নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় কৃষি আইন প্রত্যাহার। এই আন্দোলনে যে কৃষকরা প্রাণ হারিয়েছেন প্রধানমন্ত্রীর উচিত তাঁদের পরিবারের কাছে ক্ষমাপ্রার্থনা করা। আম আদমি পার্টির তরফে জানানো হল ট্যুইট করে।
প্রেক্ষাপট
নয়াদিল্লি: দেশজুড়ে প্রতিবাদের মুখে পড়ে শেষপর্যন্ত ৩টি কৃষি আইন প্রত্যাহার করে নিচ্ছে কেন্দ্রীয় সরকার (Central Government)। গুরু নানকের জন্মদিনে (Guru Nanak Birthday) আজ জাতির উদ্দেশে ভাষণে এই ঘোষণা করেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। এই ঘোষণা করে মোদির আবেদন, কৃষকরা এবার খেতে ফিরে আসুন।
দেশজুড়ে প্রতিবাদের মুখে পড়ে ৩টি কৃষি আইন প্রত্যাহার (Farm Laws Repeal)। গুরু নানকের জন্মদিনে জাতির উদ্দেশে ভাষণে ঘোষণা প্রধানমন্ত্রীর (PM Narendra Modi)। কৃষকরা এবার খেতে ফিরে আসুন, আবেদন প্রধানমন্ত্রীর।
এতে কৃষকদের জয় হল, হার হল বিজেপির, প্রতিক্রিয়া তৃণমূলের। বিলম্বে বোধোদয়, এত কৃষক মৃত্যুর পর কেন চৈতন্য, প্রশ্ন কংগ্রেসের
২০২০-র সেপ্টেম্বরে বিতর্কিত কৃষি আইন পাসের পর রাস্তায় নামেন কৃষকরা। হরিয়ানা, পাঞ্জাবের কৃষকদের মিছিল এসে হাজির হয় রাজধানীর দরজায়। কংগ্রেস-সহ বিরোধীরাও সরব হয় ৩টি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে। আগামী বছরের শুরুতেই রয়েছে পাঞ্জাব, উত্তরপ্রদেশ, গোয়ার ভোট। তার আগে, বছরের শেষে এসে কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট তিনটি কৃষি আইন কার্যকরের ওপর স্থগিতাদেশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -