মুম্বই: কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার চাইলে ৫ মিনিটেই চলতি কৃষক আন্দোলনের সমাধান হতে পারে বলে অভিমত সঞ্জয় রাউতের। শিবসনা নেতা সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, সরকার চাইলে আধ ঘণ্টা কৃষকদের সঙ্গে বসে কথা বলেই সমাধানে পৌঁছতে পারে। সাংসদ রাউত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ দাবি করেন। বলেন, প্রধানমন্ত্রী নিজে হস্তক্ষেপ করলে ৫ মিনিটেই অচলাবস্থা কেটে যাবে। মোদিজি এত বড় একজন নেতা, প্রত্যেকেই তাঁর কথা শুনবে। আলোচনা শুরু করুন, দেখুন কী মিরাক্যল ঘটে।
পঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশের কৃষকরা হাজারে হাজারে দিল্লির কাছে জড়ো হয়ে গত সেপ্টেম্বর সংসদে পাশ হওয়া তিনটি কৃষি বিল বাতিলের দাবিতে সরব হয়েছেন। বিলগুলি কার্যকর হলে তাদের আয় কমবে, বড় বড় কর্পোরেশনগুলির নিয়ন্ত্রণ, ক্ষমতা বেড়ে যাবে বলে আশঙ্কা করছেন তাঁরা। কৃষকদের আন্দোলন তৃতীয় সপ্তাহে পড়লেও অচলাবস্থা নিরসনের কোনও লক্ষণ নেই এখনও। সরকার ও কৃষক ইউনিয়নগুলির মধ্যে ৫ দফা আলোচনা হয়েছে এখনও পর্যন্ত, কিন্তু অচলাবস্থা অব্যাহত। সরকার যদিও বলছে, আরও আলোচনা হতে পারে, কৃষক সংগঠনগুলি দাবিতে অটল থেকে বলছে, তিনটি কৃষি আইন বাতিল করতেই হবে।
সেপ্টেম্বরে সংসদে পাশ হওয়া তিনটি কৃষি আইনের সমর্থনে কেন্দ্র সওয়াল করে বলছে, কৃষিক্ষেত্রে সেগুলি বিরাট সংস্কার ঘটাবে যাতে মধ্যসত্ত্বভোগী, দালালরা হটে যাবে, চাষিরা দেশের যে কোনও জায়গায় নিজেদের পণ্য বেচতে পারবেন। কিন্তু সেই যুক্তি উড়িয়ে কৃষক সংগঠনগুলির আশঙ্কা, এর ফলে ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) ব্যবস্থা বাতিল হয়ে যাবে, মান্ডিগুলি বন্ধ হবে, তাদের বড় কর্পোরেটদের দয়াদাক্ষিণ্যের ওপর নির্ভর করে বেঁচে থাকতে হবে।
এত বড় নেতা, মোদিজি হস্তক্ষেপ করলে ৫ মিনিটেই মিটে যাবে কৃষক আন্দোলন, বললেন সঞ্জয় রাউত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Dec 2020 08:02 PM (IST)
পঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশের কৃষকরা হাজারে হাজারে দিল্লির কাছে জড়ো হয়ে গত সেপ্টেম্বর সংসদে পাশ হওয়া তিনটি কৃষি বিল বাতিলের দাবিতে সরব হয়েছেন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -