কোচি: কেরলে পুরভোটে কোচি কর্পোরেশন নর্থ আইল্যান্ড ওয়ার্ডে কংগ্রেসের মেয়র পদপ্রার্থী এন বেনুগোপাল মাত্র এক ভোটে হেরেছেন বিজেপির কাছে। তিনি ইভিএমে গলদের অভিযোগ তুলেছেন হারের জন্য। বেনুগোপাল বলেছেন, একেবারে নিশ্চিত আসন ছিল। কী হল, বলতে পারছি ন। দলে কোনও সমস্যা ছিল না। সমস্যা ছিল ভোটযন্ত্রে। সেটাই হয়ত বিজেপির জয়ের কারণ। এখনও ভোটযন্ত্রের ইস্যু নিয়ে আদালত যাওয়ার সিদ্ধান্ত নিইনি। ঠিক কী হয়েছে, সেটা খতিয়ে দেখি।
কেরলে রাজ্যজুড়ে ২৪৪টি গণনাকেন্দ্রে স্থানীয় পুরভোটের গণনা চলছে। যাবতীয় কোভিড সতর্কবিধি মেনে সকাল ৮টায় গণনা শুরু হয়। রাজ্য নির্বাচন কমিশনার ভি ভাস্করণ বলেছেন, স্পেশাল ব্যালট ভোট সহ পোস্টাল ভোট আগে গণনা হবে, পরে ইভিএমে ভোট গোনা হবে।
রাজ্যের একাধিক জেলার কালেক্টররা সংশ্লিষ্ট পুলিশকর্তাদের থেকে পাওয়া রিপোর্টের ভিত্তিতে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ১৪৪ ধারা জারি করেন। কেননা ভোটগ্রহণ পর্বেই ওইসব জেলার নানা জায়গায় হিংসার খবর ছড়ায়। সিপিএম নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোট, কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত গণতান্ত্রিক জোট বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ভোটে লড়ছে।
কেরলে তিন দফায় পুর নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে। তৃতীয় দফায় ৭৮.৬৪ শতাংশ, দ্বিতীয় ও প্রথম দফায় যথাক্রমে ৭৬.৩৮ ও ৭২.৬৭ শতাংশ ভোট পড়েছে।
Kerala Local Body Election Results: কেরলে পুরভোটে কোচির ওয়ার্ডে মেয়র পদে ১ ভোটে বিজেপির কাছে হার, ইভিএমকে দুষছেন কংগ্রেস প্রার্থী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Dec 2020 04:51 PM (IST)
Kerala Local Body Election Results 2020: কেরলে রাজ্যজুড়ে ২৪৪টি গণনাকেন্দ্রে স্থানীয় পুরভোটের গণনা চলছে। যাবতীয় কোভিড সতর্কবিধি মেনে সকাল ৮টায় গণনা শুরু হয়।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -